Breaking News
Home >> Breaking News >> তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে পথসভা কাটোয়ায়

তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে পথসভা কাটোয়ায়

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ
পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে আগামী ২৯ এপ্রিল নির্বাচন হতে চলেছে।সেই নির্বাচনকে সামনে রেখে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সুনীল কুমার মণ্ডলের সমর্থনে নির্বাচনী পথসভা আয়োজিত হয় বৃহস্পতিবার পূর্ব বর্ধমানের কাটোয়া ২নং ব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের মুস্থূলীর পাঁচবেড়িয়া হাটতলায়।জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আয়োজিত পথসভায় উপস্থিত ছিলেন জগদানন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ইসমাইল দফাদার,কাটোয়া ২ নং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি জাগু প্রধান,জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল,বর্ধমান জেলা ছাত্র পরিষদের নেতা সুরজিৎ দাস,বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক আবদুল রব,গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান রাধারমণ প্রামাণিক সহ প্রমুখ নেতৃত্ববর্গ।
উপস্থিত বক্তাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখেই মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন।
প্রত্যেকে বক্তায় সুনীল কুমার মণ্ডলকে ভোট দেওয়ার আহ্বান জানান।তৃণমূল কংগ্রেস কর্মী,সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

এছাড়াও চেক করুন

স্থায়ীকরণের দাবিতে হরিণঘাটা পুরসভার অস্থায়ী কর্মীদের বিক্ষোভ

স্টিং নিউজ সার্ভিস, নদিয়াঃ স্থায়ীকরণের দাবিতে শুক্রবার সকাল থেকে নদীয়ার হরিণঘাটার পুরসভার অস্থায়ী কর্মীরা পুরসভার …

Leave a Reply

Your email address will not be published.