Breaking News
Home >> Breaking News >> পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক

পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক

কার্তিক গুহ, পশ্চিম মেদিনীপুর: পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী যুবক।মৃতের নাম সুমন পতি(৩১)।বাড়ি বেলদা থানার অন্তর্গত খাকুড়দার বড়মোহনপুর।জানা গিয়েছে গতকাল রাতে নিজের বাড়িতে প্রায় এগারোটা নাগাদ বাড়ির ছাদে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করে।সুমন পতির স্ত্রী আর এক ছোট ছেলে রয়েছে।

সুত্রের খবর,পারিবারিক কোন অশান্তির কারণে বাবা-মা থেকে স্ত্রী-ছেলেকে নিয়ে পাশেই আলাদা বাড়িতে থাকত সুমন।বড়মোহনপুর বাজারে একটি ভুসিমাল দোকান চালাতো সুমন।গত রাতে স্ত্রীর সাথে ভালোভাবে কথা বলে নিজের বাড়ির ছাদে উঠে গলায় দড়ি নেয়।বেলদা থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।

এছাড়াও চেক করুন

ঝাড়গ্রাম বিশ্ববিদ্যালয়ের নাম বদলের প্রস্তাব জমা পড়ল নবান্নে ও বিকাশ ভবনে

কার্তিক গুহ, স্টিং নিউজ করেসপনডেন্ট, ঝাড়গ্রাম: ২০১৭ সালের ৪ এপ্রিল ঝাড়গ্রাম নতুন জেলা ঘোষনা হওয়ার …

Leave a Reply

Your email address will not be published.