শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিন দিনাজপুরঃ আগামী কাল দক্ষিণ দিনাজপুরের বংশীহারী ব্লকের নারায়ণপুরে হতে চলেছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্বাচনী জনসভা। সেই উপলক্ষ্যে আজ সভাস্থল পরিদর্শন করলেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাশ বিজয় বর্গী। কৈলাশ বিজয় বর্গী সাংবাদিক দের মুখোমুখি হয়ে বলেন আমাদের এই মাঠটি ছোট মনে হচ্ছে। প্রধানমন্ত্রী সভা হিসেবে মাঠটি খুব ছোটো। এখানে খুব বেশী হলে দুই থেকে আরাই লক্ষ লোকের সমাগম হতে পারে কিন্তু এখানে দুই আড়াই লক্ষের বেশী লোকের,সমাগম হবে। সাংবাদিকরা প্রশ্ন করেন গোটা বাংলায় বিজেপির পাঁচ জন প্রার্থী বালুরঘাট লোকসভা কেন্দ্রের বাসিন্দা বিজেপি কি বালুরঘাট লোকসভা কেন্দ্রকে বাড়তি গুরুত্ব দিচ্ছে? তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, আমরা গোটা পশ্চিমবঙ্গের সাথে বালুরঘাটকেও একই চোখে দেখছি। তিনি বলেন পশ্চিমবঙ্গকে বাঁচানো দেশের আর্থিক ব্যাবস্থার জন্যেও জরুরী। কারন এখান অনুপ্রবেশকারীরা এসে দেশে আর্থিক ব্যাবস্থার ক্ষতি করে দিচ্ছে। তাই আমরা এখানে NRC চালু করব বলে ঠিক করেছি। কারন অনেক বাংলাদেশী ও পাকিস্তানী অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করেছে।
বিগত দুই দফার নির্বাচন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন খুব ভাল ভোট হয়েছে গোটা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে সর্বচ্চো ভোটদান হয়েছে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ দিনাজপুর সফরকে কটাক্ষ করে বলেন মমতা ব্যানার্জী চারবার,পাঁচবার,ছয়বার এসে যা করবেন মোদী একবার এসে মোদী ঝড়ে সব কিছু উড়িয়ে নিয়ে যাবেন। তিনি মালদা ও বালুরঘাটে ভাল ফলে আশা প্রকাশ করেন।