Breaking News
Home >> Breaking News >> একবছর দশ মাসের শিশুর পেটে ভ্রুণ, বিরলতম অস্ত্রোপচারে নজির গড়ল বর্ধমান মেডিকেল কলেজের

একবছর দশ মাসের শিশুর পেটে ভ্রুণ, বিরলতম অস্ত্রোপচারে নজির গড়ল বর্ধমান মেডিকেল কলেজের

নিজস্ব সংবাদদাতা, বর্ধমান: একবছর দশ মাসের শিশুর পেটে ভ্রুণ। বিরলের মধ্যে বিরলতম অস্ত্রোপচার বর্ধমান মেডিকেল কলেজে। আপাতত সুস্থই আছে শিশুটি। সরকারি হাসপাতালের এই ঘটনায় আলোড়ন পড়ে গেছে। নিজেদের ভাগ্যকে ধন্যবাদ জানাচ্ছেন শিশুর মা বাবা।

গত মাসের ২৩ তারিখে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয় শিশুটি। তেমন কোনো উপসর্গ না থাকলেও পেট বিসদৃশভাবে বড় হচ্ছিল। অসুবিধা কাটাতে নানা চিকিৎসার শেষে হাসপাতালে শিশুকে ভর্তি করা হয়। পরীক্ষা নিরীক্ষা করে চমকে যান ডাক্তাররা। শিশুর পেটে বাড়ছে এক অবয়ব। যা ধীরে ধীরে অন্যান্য শারীরবৃত্তীয় তন্ত্রে শিকড় গাঁথছে। অবশেষে আজ বৃহস্পতিবার দীর্ঘ অস্ত্রোপচার শেষে শিশুটিকে বেডে দেওয়া হয়।

আপাতত বিপন্মুক্ত হলেও এখনো কয়েকদিন তাকে নিবিড় চিকিৎসার অধীনে থাকতে হবে। শিশুটির পেট থেকে বেরোয় একটি বিরাট ভ্রূণসদৃশ মাংসপিণ্ড। চিকিৎসকরা জানান ৫ লক্ষের মধ্যে একজন শিশুর এমন হতে পারে। রোগের নাম; ফিটাস ইন ফিটো। একসাথে বেড়ে ওঠা কোন অসম্পূর্ণ জমজ তার সহোদরের শরীরে এমন ঘটাতে পারে।

ডাক্তার নরেন মূখার্জির নেতৃত্বে ১০ জন চিকিৎসক ও কর্মীদের টিম এই মিরাকেল ঘটিয়েছেন। শিশুর মা বাবা তাই বারবার তাদের ধন্যবাদ জানাচ্ছেন।

এছাড়াও চেক করুন

বিনপুরের শুকজোড় গ্রামের রাস্তা বেহাল দশা, উদাসীন প্রশাসন

স্টিং নিউজ সার্ভিস, ঝাড়গ্রামঃ ভোটে আসে ভোট যায়, বয়ে যায় হাজারো প্রতিশ্রুতির বন্যা। কিন্তু ভোট …

Leave a Reply

Your email address will not be published.