বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শনিবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তরর্গত ফাঁসিদেওয়ার ব্লকের কদমিজোত এলাকায় অভিযান চালায় ফাঁসিদেওয়া থানার সাদা পোশাকের পুলিশ। এরপর সেখান থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ এক ব্যক্তিকে গ্রেফতার করে। ধৃতের নাম সুব্রত সাহা(৩০)।
সে শিলিগুড়ির দক্ষিণ শান্তিনগর এলাকার বাসিন্দা। তবে কি উদ্দেশ্যে ওই ব্যক্তি আগ্নেয়াস্ত্র এনেছিল তা খতিয়ে দেখতে পুলিশ। এর পাশাপাশি এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কীনা তা তদন্ত করে দেখছে। ধৃতকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে ফাঁসিদেওয়া থানার পুলিশ।