Breaking News
Home >> Breaking News >> ভোটের মুখে চা বাগান খোলার ফলে খুশি শ্রমিক মহল

ভোটের মুখে চা বাগান খোলার ফলে খুশি শ্রমিক মহল

শোভন মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, আলিপুরদুয়ারঃ লোকসভা ভোটের মুখে খুলে গেলো আলিপুরদুয়ারের মাদারিহাট- বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান। বিগত ২০১৫ সালে ডানকান গোষ্ঠীর এই চা বাগানটি অচল হয়ে পড়ে। এরপর চা বাগান খোলা নিয়ে লাগাতার বৈঠকের পর গত বছর ৯ মার্চ ডিমডিমা চা বাগানটি খুলেছিল।কিন্তু ফের চার মাসের মধ্যেই বাগানটি বন্ধ হয়ে যায়। অনিশ্চিত হয়ে পরে বাগানের প্রায় ১৬৪৭ জন শ্রমিক ও কর্মচারীর ভবিষ্যত। এরপর ডানকান গোষ্ঠীর এই চা বাগানটি এস এস এনডিয়েভারস কোম্পানির হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন কোম্পানি সোমবার থেকে বাগান খোলার সিদ্ধান্ত নেন।

প্রসঙ্গত, গত ২০১৫ এপ্রিল মাসে ডানকানসের বাগানটি অঘোষিত ভাবে বন্ধ হয়ে যায়।তবে ২০১৫ সালের ডিসেম্বরে পুরোপুরি ভাবেই বাগানটি বন্ধ হয়ে যায়।মাঝে অবশ্য পঞ্চায়েত ভোটের আগে ৯ মার্চ ২০১৮ তে বাগানটি খুলেছিল কিন্তু তিন মাস পার হতে না হতেই ফের ১২ ই মে ২০১৮ তে বাগান্টি অঘোষিত ভাবে বন্ধ হয়ে যায়।বন্ধের ফলে প্রচন্ড আর্থিক সমস্যায় পড়েন শ্রমিকরা। শ্রমিক, কর্মী মিলে মোট ১৬১০ জন এই বাগানের উপর নির্ভরশীল। বর্তমানে চা বাগান খোলার ফলে খুশি শ্রমিক মহল ।

এছাড়াও চেক করুন

ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে গণ বিবাহ অনুষ্ঠানে হাজির পর্যটনমন্ত্রী গৌতম দেব

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুণি চা বাগানে শ্রীহরি …

Leave a Reply

Your email address will not be published.