গৌরনাথ চক্রবর্ত্তী,কাটোয়া: ডিমের রং গোলাপি,তাই আবার হয় নাকি।হ্যাঁ,এরকমই আশ্চর্যজনক ঘটনা ঘটলো কাটোয়া শহরে। কাটোয়া পৌরসভা ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অশোক কুমার রায় বৃহস্পতিবার বাজার থেকে ১০ টি ডিম কিনে আনেন।বাড়িতে রান্না করার সময় একটি সেদ্ধ ডিম ছাড়িয়ে দেখা যায় গোলাপি রঙের। এতে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
অশোকবাবুর ছেলে কৌশিক রায় শুক্রবার ডিমটাকে কাটোয়ার পশু চিকিৎসালয়ে নিয়ে যান।ডাক্তারবাবুরা কৌশিক রায়কে জানান ডিমটাকে ল্যাবোটোরিতে পাঠানো হবে পরীক্ষার জন্য।এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে কাটোয়ায়।