Breaking News
Home >> Breaking News >> নদিয়ার পলাশীপাড়ায় পুস্তক দিবসে বই ও গাছের চারা বিতরণ

নদিয়ার পলাশীপাড়ায় পুস্তক দিবসে বই ও গাছের চারা বিতরণ

পার্থ দাস বৈরাগ্য, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়াঃ কিশলয়ের মতো নবাগত কচিকাঁচাদের বিদ‍্যালয়ে প্রথম আগমন উপলক্ষে পলাশীপাড়া থানার অভয়নগর প্রাথমিক বিদ্যালয়ে পুস্তক দিবসে নতুন পড়ুয়াদের হাতে পাঠ্য বই ও একটি করে আম গাছের চারা তুলে দেয়া হল। সেই সঙ্গে এই এলাকার কুড়ি জন দু:স্থকে ওই পড়ুয়াদের হাত দিয়ে কম্বল বিতরণ করা হল।

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া থানার ওসি সুজয় মণ্ডল, তেহট্ট -২ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য অজয় মণ্ডল ও ডালিয়া মন্ডল ,শিক্ষা বন্ধু আব্দুল আলিম,স্কুলের শিক্ষক শিক্ষিকা ও এলাকার শিক্ষানুরাগী সহ অভিভাবক অভিভাবিকারা । প্রধান শিক্ষক শফিকুল ইসলাম জানান, স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের আর্থিক সহযোগিতায় এলাকার কুড়ি জন দু:স্থর হাতে কম্বল তুলে দেওয়া হল।

এছাড়াও চেক করুন

বাঁকুড়ায় আটা মিলের শ্রমিকদের বহিষ্কার করায় গেটের সামনে বিক্ষোভ শ্রমিকদের

নরেশ ভকত, স্টিং নিউজ করেসপনডেন্ট, বাঁকুড়াঃ বাঁকুড়ার জঙ্গলমহল আটা তৈরি মিলের শ্রমিকদের বহিষ্কার করার ফলে …

Leave a Reply

Your email address will not be published.