Breaking News
Home >> Breaking News >> সাদা বরফে ঢাকা পড়েছে পাহাড়, সমতলে ঝিরঝিরে বৃষ্টি, ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল

সাদা বরফে ঢাকা পড়েছে পাহাড়, সমতলে ঝিরঝিরে বৃষ্টি, ঠান্ডায় কাঁপছে পাহাড় থেকে সমতল

ছবি: ওম গুরুং।

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিং: সোমবার গভীর রাত থেকে তুষারপাত শুরু হয়েছে সান্দাকফুতে। বরফ জমেছে প্রায় তিন ইঞ্চির উপর। অপরদিকে জানা গিয়েছে যে প্রায় একশো পর্যটক আটকে পড়েছেন।

এদিন সকাল থেকেই তুষারপাত শুরু হয়েছে প্রতিবেশি দেশ ভুটানেও। এদিন থেকেই ছুটি ঘোষণা করলেন ভুটান সরকার। নিম্নচাপের জন্য সারাদিনই রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টি হয়েছে।

এদিন সকাল থেকেই টানা বৃষ্টি চলছে শহর শিলিগুড়িতে। এবং কুয়াশার চাদরে ঢেকে গেছে পাহাড়। বৃষ্টির কারনে জরুরি কাজ ছাড়া বাইরে বের হয়নি কেউই।

তাই অন্যদিনের তুলনায় এদিন শহর শিলিগুড়ির রাস্তাঘাট ছিল প্রায় শূন্য। এক কথায় জাঁকিয়ে শীত পরেই কাপছে পাহাড় থেকে সমতল।

অপরদিকে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে যে আগামীকাল থেকে তাপমাত্রার পারদ ক্রমশ কমবে যার ফলে বৃহস্পতিবার থেকেই রাজ্যে জাঁকিয়ে শীত পরার সম্ভাবনা।

এছাড়াও চেক করুন

ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে গণ বিবাহ অনুষ্ঠানে হাজির পর্যটনমন্ত্রী গৌতম দেব

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুণি চা বাগানে শ্রীহরি …

Leave a Reply

Your email address will not be published.