Breaking News
Home >> Breaking News >> নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবক

মনিরুল হক, কোচবিহারঃ এক নাবালিকাকে অপহরণ করে দিল্লিতে বিক্রির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার এক যুবক। ওই যুবককে গতকাল শিলিগুড়ি থেকে আটক করে তুফানগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ধৃত ওই যুবকের নাম জাকির আলি(২৭)। তার বাড়ি অসমে।

অভিযুক্ত ওই যুবককে তুফানগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন।
জানা গিয়েছে, তুফানগঞ্জ ১ ব্লকের চিলাখানা এক গ্রাম বাসিন্দা এক নাবালিকার মোবাইলে ফোনে মিসডকল আসে। পরে প্রেম শুরু হয় অসমের গৌহাটির বাসিন্দা জাকির আলির সঙ্গে। সম্পর্ক গড়ে ওঠার ১ বছর যেতে না যেতেই ১২ নভেম্বর নাবালিকাকে নিয়ে দিল্লির উদেশ্যে রওনা দেয় জাকির। দিল্লিতে গিয়ে ওই নাবালিকাকে বিক্রি করার চেষ্টা করে সে। এই ঘটনা কোনো ক্রমে বুঝতে পেরে বাড়িতে ফোন করে গোটা ঘটনার কথা জানায় ওই নাবালিকা। এরপর বাড়ির কথা মত নাবালিকার পাতা ফাঁদে পা দেয় জাকির। জাকিরকে নিয়ে শিলিগুড়িতে ফিরে আসে ওই নাবালিকা। শিলিগুড়িতে আসতেই ওই যুবক ও নাবালিকাকে ধরে ফেলে পরিবারের লোকজন। শেষে তাদের সেখান থেকে নিয়ে আসা হয় তুফানগঞ্জ থানায়। নাবালিকার পরিবারের তরফে তুফানগঞ্জ থানায় একটি অপহরনের অভিযোগ দায়ের করা হয়েছিল। অভিযুক্ত যুবককে তুফানগঞ্জ আদালতে তোলা হলে ১৪ দিনের জেল হেপাজতের নির্দেশ দেন বিচারক।

এছাড়াও চেক করুন

কচুয়া ধামে বড় দুর্ঘটনা, আহত প্রায় ৩৩, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা

স্টিং নিউজ সার্ভিস: কচুয়া ধামের পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা …

Leave a Reply

Your email address will not be published.