Breaking News
Home >> Breaking News >> বদলি হচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার

বদলি হচ্ছেন ব্যারাকপুর পুলিশ কমিশনার

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: ব্যারাকপুরের বর্তমান নগরপাল ডঃ রাজেশ কুমার সিং এর পরিবর্তে নতুন নগরপাল হলেন সুনীল কুমার চৌধুরী।

তিনি ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ ছিলেন। অন্যদিকে ডঃ রাজেশকুমার সিংহ আইজি প্রেসিডেন্সি রেঞ্জ হিসেবে যাচ্ছেন। এছাড়াও আরও কিছু আইপিএস বদলি হলেন। দেখে নিন কারা কারা কোথায় বদলি হলেন।

এছাড়াও চেক করুন

কচুয়া ধামে বড় দুর্ঘটনা, আহত প্রায় ৩৩, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা

স্টিং নিউজ সার্ভিস: কচুয়া ধামের পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা …

Leave a Reply

Your email address will not be published.