Breaking News
Home >> Breaking News >> শিলিগুড়িতে বাইক ও ডাম্পার সংঘর্ষ, মৃত দুই আহত এক

শিলিগুড়িতে বাইক ও ডাম্পার সংঘর্ষ, মৃত দুই আহত এক

 

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ির উত্তরকন্যা সংলগ্ন কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজের কাছে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক ব্যক্তি ও ছয় মাসের এক শিশুর। মৃতের নাম প্রদীপ মণ্ডল(৩২)। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে প্রদীপ বাবু তার স্ত্রী সোমা মণ্ডল ও শিশুকে নিয়ে বাইকে করে অম্বিকানগর থেকে কাওয়াখালিতে আসছিলেন।

এবং ঠিক সেই সময় কামরাঙ্গাগুড়ি ওভারব্রিজের কাছে একটি পাথর বোঝাই ডাম্পার পিছন থেকে স্বজরে ধাক্কা মারে বাইকটিকে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রদীপ বাবুর। এরপর তরীঘরী স্থানীয়রা গুরুতর জখমদের উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় শিশুটির। অন্যদিকে জানা গিয়েছে যে সোমা মণ্ডলের অবস্থা আশঙ্কাজনক। এই ঘটনার খবর পৌঁছায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানায়। এবং পুলিশ গিয়ে ঘাতক লড়ি ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।

এছাড়াও চেক করুন

মূল‍্যবান ৫ কেজি কিরাজরি ছত্রাক সহ তিনজন ভূটানের নাগরিক গ্ৰেপ্তার

স্টিং নিউজ সার্ভিস: এস এস বি ৫৩ ব‍্যাটালিয়ানের জওয়ান ও বনদপ্তরের হ‍্যামিলণ্টণ গঞ্জের বনকর্মীরা যৌথ …

Leave a Reply

Your email address will not be published.