Breaking News
Home >> Breaking News >> নদিয়ার পলাশীপাড়ার বরেয়ায় একদিবসীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট

নদিয়ার পলাশীপাড়ার বরেয়ায় একদিবসীয় দিবারাত্রি ক্রিকেট টুর্নামেন্ট

পার্থ দাস বৈরাগ্য,স্টিং নিউজ করেসপন্ডেন্ট,নদিয়া: শিশু দিবস উপলক্ষে পলাশীপাড়া থানার বরেয়া মেঘদূত ক্লাবের উদ‍্যোগে ১৬ দলীয় একদিবসীয় দিবারাত্রি শর্ট ক্রিকেট টুর্নামেন্ট শুরু হল। এদিন বরেয়া ক্লাব ময়দানে জাতীয় সংগীতের মধ্যদিয়ে ক্রীড়া অনুষ্ঠানের সূচনা হয়। প্রথমে ক্লাবের পক্ষ থেকে উপস্থিত সকলকে সেভ ড্রাইভ সেভ লাইফ এবং বাল্য বিবাহের কুফল ও আইনত দণ্ডনীয় অপরাধ সমন্ধে মানুষকে সচেতন করা হয়‌। পরে খেলার সূচনা হয়।

এদিন এখানে উপস্থিত ছিলেন তেহট্ট – ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি রনদা প্রসাদ বোস,পলাশীপাড়া থানার ওসি সুজয় মণ্ডল, পলাশীপাড়া জেলা পরিষদ সদস্য শশাঙ্ক শেখর ঘোষ চৌধুরী ,সমাজসেবী অরবিন্দু চন্দ্র সরকার,দেবাশীষ বিশ্বাস,প্রণয় ঘোষ চৌধুরী, আইনজীবী প্রবীর কুমার রায়, শিক্ষক আব্দুল রাজ্জাক মোল্লা,সমাজ কর্মী পার্থ প্রতিম বর্মন, সুব্রত বর্মন, রমেশ বর্মন সহ অন্যান্য সন্মানীয় ব‍্যাক্তি বর্গ। এই খেলায় অংশ গ্রহণকারি দল মির্জাপুর আরমানিয়া ক্লাব, গোবিন্দপুর মিলন সংঘ, বেথুয়া ডহরী প্রগতি সংঘ, পলাশীপাড়া জয়লিডস সংঘ, জয়রামপুর নবারন সংঘ, সেওরাতলা আল্লার দান, বেথুয়া ডহরী ভাতৃ সংঘ,পাঁচ দাঁড়া শান্ত স্মৃতি সংঘ,শিয়াল খেলা ইয়ং ইস্ট বেঙ্গল ,বরেয়া সমাজ কল্যাণ সংঘ, ধাওয়া পাড়া অগ্নি বিনা ক্রিকেট ক্লাব, বরেয়া স্মৃতি সংঘ ,বরেয়া মেঘদূত ক্লাব ,পলশুন্ডা মিলন সংঘ,বরেয়া টাইগার ক্লাব ও বগুলা একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে। এখানে ফাইনাল খেলায় জয়রামপুর নবারন সংঘকে পাঁচ দাঁড়া শান্ত স্মৃতি সংঘ পরাজিত করে চ‍্যাম্পিয়ান হয়। এই চ‍্যাম্পিয়ান দলকে ট্রফি ও ২৫০০ টাকা ও রানার্স দলকে ট্রফি ও ২০০০ টাকা পুরস্কৃত করা হয়। স্থানীয় ক্রীড়া প্রেমী যুবক আশু বিশ্বাস জানান, প্রতিবছর এই শর্ট ক্রিকেট খেলা দেখার জন্য দুর দূরান্ত থেকে প্রচুর দর্শক উপস্থিত হন এবং এই খেলাকে ঘিরে আমাদের গ্রামে উৎসবের চেহারা নেয়‌।

এছাড়াও চেক করুন

কচুয়া ধামে বড় দুর্ঘটনা, আহত প্রায় ৩৩, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা

স্টিং নিউজ সার্ভিস: কচুয়া ধামের পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা …

Leave a Reply

Your email address will not be published.