Breaking News
Home >> Breaking News >> কাটোয়ার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

কাটোয়ার গাজীপুর গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ ২০১৭-২০১৮ অর্থবর্ষে কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতি কর্তৃক ও গাজীপুর গ্রাম পঞ্চায়েত নির্মিত বিভিন্ন প্রকল্পের দ্বারোদঘাটন হলো সোমবার।সেই উপলক্ষ্যে একটি মনোজ্ঞ অনুষ্ঠান ও অনুষ্ঠিত হল গাজীপুর গ্রাম পঞ্চায়েতের ছোট কুলগাছি প্রাথমিক বিদ্যালয়ে।বিভিন্ন প্রকল্পগুলি হল-(১)বড়কুলগাছি জুনিয়র হাইস্কুল ACR ২টি-
(২)বড় কুলগাছি F.P. স্কুল ACR ১টি, ACR ২টি
(৩)ছোট কুলগাছি F.P. স্কুল ACR ১টি, ACR ২টি,
(৪)ছোট কুলগাছি অঙ্গনওয়াড়ী কেন্দ্র ১টি,
(৫)শুয়াগাছি অঙ্গনওয়াড়ী কেন্দ্র ১টি,
(৬)গাজীপুর F.P.স্কুল ACR ১টি।

এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল,কাটোয়া ২নং ব্লকের বিডিও শমীক পাণিগ্রাহী,কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত, গাজীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমাপ্তি মাঝি ঘরুই,জেলা পরিষদের সদস্য মণ্ডল আজিজুল,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার, জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান গৌতম ঘোষাল, কাটোয়া ২নং পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি নরেশচন্দ্র মণ্ডল সহ প্রমুখ। প্রচুর সাধারণ মানুষ এদিন উপস্থিত ছিলেন। বিশেষকরে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।

এছাড়াও চেক করুন

কচুয়া ধামে বড় দুর্ঘটনা, আহত প্রায় ৩৩, বেশ কয়েক জনের মৃত্যুর আশঙ্কা

স্টিং নিউজ সার্ভিস: কচুয়া ধামের পাঁচিল ভেঙ্গে বিপত্তি পদপৃষ্ট বেশ কয়েকজন তাদের মধ্যে কয়েকজনের অবস্থা …

Leave a Reply

Your email address will not be published.