গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়াঃ কাটোয়া থানার মুস্থূলী গ্রামের জাগ্রত মা-কালী “মেজঠাকরুন “নামে পরিচিত।মুস্থূলী গ্রামের এই মা-কালী এলাকায় ” বোলতলা”কালী নামে খ্যাত।।মুস্থূলী গ্রামের বাসিন্দারা জানালেন, বোলতলা মায়ের পুজোর সব থেকে আকর্ষণ হল বিসর্জন।
সেইজন্য প্রতিমা বিসর্জনের সময় বেহারা ঠিক করতে হয় না।মাকে কাঁধে নেওয়ার জন্য বাসিন্দাদের মধ্যে হুডোহুডি পড়ে যায়।পাটকাঠির মশালের আলোয় প্রতিমাকে নিয়ে বাহকরা দৌড়াতে দৌড়াতে পাশের গ্রাম আমডাঙ্গায় নিয়ে যান।সেখানে বুড়ো শিবের সঙ্গে দেখা করে আসার পর মন্দিরের পাশের পুকুরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।এটাই রীতি।মশালের আলোতে বিসর্জন দেখার জন্য রাস্তার দুধারে মানুষের ঢল।