Breaking News
Home >> Breaking News >> নদিয়ায় শ্রীচৈতন্য দেবের শহরে থিমপুজোর আধিক্য, উপচে পড়ছে ভিড়

নদিয়ায় শ্রীচৈতন্য দেবের শহরে থিমপুজোর আধিক্য, উপচে পড়ছে ভিড়

স্টিং নিউজ সার্ভিস: চৈতন্যদেবের জন্মস্থানের  নবদ্বীপও এবার  পিছিয়ে নেই  দূর্গোত্সব পালনে l   থিমের আধিক্য   অনেক  মণ্ডপেই ।  মন্ডপে মন্ডপে উপচে পড়া ভিড় l নবদ্বীপের   পূজো গুলির মধ্যে  আকর্ষণ হল মনিপুর দুর্গাপূজো কমিটি। ৬৯ তম বর্ষে তাদের এবারের থিম ‘সৃষ্টি সুখের উল্লাসে’। সৃষ্টি হল মানুষের আদিতম কৌতূহল। এই ভাবনা নিয়েই মণ্ডপ থেকে আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয়েছে। এছাড়াও রয়েছে   থিম সংগীত l   দর্শনার্থীদের তাক লাগাচ্ছে স্টেশন রোডের বিশ্বাস পাড়া বোসেস পাড়া সাউথ স্পোটিং ক্লাবের পুজো l এবারের ভাবনায় তাদের থিম অন্তদীর্পন। অর্থাৎ মন মাঝারে জ্ঞানের সঞ্চার।   এখানে মৃন্ময়ী মাকে মহিষের মাথায় পদ্মাবত অবস্থায় অস্ত্র হীন ভাবে দর্শনার্থীরা দর্শন করছেন ।   অবক্ষয়ের এই সময়ে মানুষ কে সেটাই মনে করাতে চেয়েছেন ওই পুজো কমিটির উদ্যোক্তারা l  দেয়ারাপাড়ার পুজো   এবার  ৩৯ বছরে পা দিল। এবছর  দক্ষিণ ভারতের  একটি মন্দিরের আদলে তৈরি করা হয়েছে তাদের মণ্ডপ। মণ্ডপটি তৈরি হয়েছে মাদুর, চাটাই,ঝুড়ি ও কুলো দিয়ে। এখানে প্রতিমা সাবেকি l বর্ণালী সংঘের পূজো এক চালায় সাবেকি প্রতিমা। এখানে উমা দাঁড়িয়ে আছেন ঘোড়া মুখী সিংহের উপর। এখানকার অধিবাসীরাই সম্পুর্ন নিজ খরচে পূজো সারেন। এবছর তাদের পূজো ৩৯ তম বর্ষে পড়ল। পোড়াঘাটের নবদ্বীপ গৌর গঙ্গা স্পোটিং ক্লাবের পরিচালনায়  পুজো এবছর ৩৯ তম বর্ষে পা দিল। এখানেও মণ্ডপটি  সাজানো  হয়েছে দক্ষিণ ভারতের একটি  মন্দিরের আদলে। দেবী দুর্গা এইখানে  অশুভ শক্তির বিনাশে নিত্যরত অবস্থায় দাঁড়িয়ে। পূজো কমিটির উদ্যোক্তারা জানালেন ‘তাদের এবছরের থিম হল পুরুলিয়ার ছৌ নিত্য অনুকরণে মা উমা অশুভ শক্তি করছেন l ‘ নবদ্বীপ গৌরাঙ্গ সেতুর কাছে ঘোষ পাড়ার  দুর্গা পূজো এবারও নজর কারবে দর্শকদের কাছে। পেল্লাই ও অতীব এক সুন্দর মণ্ডপসজ্জার জন্য। পূর্ব ভারতের এক মন্দিরের আদলে তৈরি করা হয়েছে মণ্ডপটি।  শহরের পারিবারিক পূজোগুলির মধ্যে অন্যতম হল যোগনাথ তলার ভট্টাচার্য বাড়ির লাল দুর্গা। এই পূজো দেখতে জেলা সহ জেলার বাইরের বহু মানুষ চৈতন্যদেবের  শহরে ছুটে আসেন। এই পুজোর বয়স সাড়ে তিনশ বছর l এবার নবমীতে ভিড় সামলাতে হিমশিম অবস্থা পুজো উদ্যোক্তাদের l

এছাড়াও চেক করুন

শিলিগুড়িতে বন্দুক দেখিয়ে সোনা ও নগদ টাকা নিয়ে চম্পট দুষ্কৃতীরা,ব্যপক চাঞ্চল্য

বিশ্বজিৎ সরকার, স্টিং নিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শনিবার শিলিগুড়ির বর্ধমান রোডের গোল্ড লোন ফিন্যান্স অফিসে বন্দুক …

Leave a Reply

Your email address will not be published.