পার্থ দাস বৈরাগ্য,স্টিং নিউজ করেসপন্ডেন্ট, তেহট্ট নদিয়া: শনিবার রাতে পলাশীপাড়া থানার পোতার পাড়া থেকে নিষিদ্ধ কফ সিরাপ সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো পুলিস। ধৃতের নাম আসাদুল শেখ।
বাড়ি ওই থানার বড় নলদহ গ্রামে। পুলিস ধৃতের কাছ থেকে ৫০ বোতল অবৈধ কফ সিরাপ উদ্ধার করেছে। পুলিস সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পুলিস খবর পায় আসাদুল অবৈধ কফ সিরাপ নিয়ে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বড় নলদহ থেকে
বেড়িয়েছে। খবর পেয়ে পুলিস তাঁকে পোতারপাড়ায় আটক করে। তাঁকে তল্লাশি করে একটি ব্যাগ থেকে পুলিস ওই কফ সিরাপ উদ্ধার করে ও আসাদুলকে গ্রেপ্তার করে। পুলিসের অনুমান ওই সিরাপ বাংলাদেশে পাচার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।