Breaking News
Home >> Breaking News >> মদের লাইসেন্সের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কোলাঘাটে

মদের লাইসেন্সের প্রতিবাদে বিক্ষোভ মিছিল কোলাঘাটে

নিজস্ব প্রতিবেদন, কোলাঘাটঃ দিনে দিনে সারা রাজ্যে বাড়ছে খুন,ধর্ষন ও মহিলা নির্যাতন।মাদকদ্রব্য খেয়ে মহিলাদের ওপর অত্যাচারের এটা নিত্যদিনের ঘটনা।একদিকে যখন গ্রামে গঞ্জে দিনে দিনে বেড়ে উঠছে মদের দোকান তারওপর পূজোর পর সারারাজ্যে প্রায় একহাজার নতুন করে মদের লাইসেন্স দেওয়া হবে।

আর এই অভিযোগে শুক্রবার বিকেলে পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে কোলাঘাট বিডিও অফিস ও বীট হাউস থানায় সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ অভিযান ও ডেপুটেশন দেওয়া হয়।মহিলা সাংস্কৃতিক সংগঠনের দাবী রাজ্য সরকারের নতুন করে মদের লাইসেন্স দেওয়া কোনভাবেই যাবে না।প্রয়জনে বৃহত্তর আন্দলোনে নামা হবে আগামীদিন।

এছাড়াও চেক করুন

লোকসভা সংসদীয় কমিটির তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কমিটিতে নিশীথ

মনিরুল হক,স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক লোকসভা সংসদীয় কমিটির তথ্যরপ্রযুক্তি …

Leave a Reply

Your email address will not be published.