Breaking News
Home >> Breaking News >> বেপরোয়া ট্রাক চালানোর প্রতিবাদ করায় মার খেতে হল প্রতিবাদীকে

বেপরোয়া ট্রাক চালানোর প্রতিবাদ করায় মার খেতে হল প্রতিবাদীকে

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: বেপরোয়া ট্রাক চালানোর প্রতিবাদ করায় এক পথচারীকে মারধোরের অভিযোগ ট্রাক ড্রাইভার এবং খালাসির বিরুদ্ধে ।
ঘটনাটি ঘটেছে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের উপর শ্যামনগর বাসুদেবপুর মোড়ে এর পর পথচারীদের সাথে সংঘর্ষে মাথা ফাটলো ট্রাকের খালাশিরও । দুজনকে ব্যারাকপুর বি.এন.বসু মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ট্রাক ড্রাইভার পালিয়ে গেলেও খালাসি আহত হয় এবং পথচারী একজন আহত হয় পথচারীর নাম রঞ্জিত মাহাতো সে বেপরোয়া ট্রাক চালানোর প্রতিবাদ করে ছিল। এরপর তাকে মারধর করে এবং খালাসি রাজা বিশ্বাস । জগদ্দল থানার পুলিশ ট্রাকটিকে আটক করে তদন্ত চালাচ্ছে।

এছাড়াও চেক করুন

লোকসভা সংসদীয় কমিটির তথ্যপ্রযুক্তি মন্ত্রকের কমিটিতে নিশীথ

মনিরুল হক,স্টিং নিউজ করসপনডেন্ট, কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামানিক লোকসভা সংসদীয় কমিটির তথ্যরপ্রযুক্তি …

Leave a Reply

Your email address will not be published.