Breaking News
Home >> Breaking News >> নদিয়ার তেহট্টে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম প্রদানের সনাক্ত করণ শিবির

নদিয়ার তেহট্টে প্রতিবন্ধীদের সহায়ক সরঞ্জাম প্রদানের সনাক্ত করণ শিবির

পার্থ দাস বৈরাগ্য, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, তেহট্ট, নদিয়া: মঙ্গলবার ভারতীয় রেডক্রস সোসাইটির তেহট্ট মহকুমার শাখার ব্যবস্থাপনায় ও সারা ভারত মতুয়া মহাসংঘ ও মর্যাদা সুরক্ষা আন্দোলনের সহযোগিতায় ভারত সরকারের কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রতিস্থাপন কর্পোরেশন অফ ইন্ডিয়ার উদ্যোগে তেহট্ট কর্মতীর্থ ভবনে একটি প্রতিবন্ধী সনাক্ত করন শিবির অনুষ্ঠিত হল।

এই শিবিরে ৪০০ জন প্রতিবন্ধী সহ ৭০০ জন মানুষ উপস্থিত ছিলেন। এর মধ্যে ৩৮৫ জন প্রতিবন্ধী কে সনাক্ত করা হয়েছে। উদ্যোক্তাদের পক্ষ থেকে আগামীতে এদের সহায়ক সরঞ্জাম তুলে দেওয়া হবে বলে জানান হয়েছে।

এই মানবিক মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পলাশীপাড়া বিধান সভার বিধায়ক তাপস সাহা,তেহট্ট মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অরুন কুমার সেনগুপ্ত, তেহট্ট- ১ ও ২ নম্বর ব্লকের বিডিও জাহাঙ্গীর মল্লিক ও অভিজিৎ চৌধুরী, তেহট্ট মহকুমার রেডক্রসের সম্পাদক অপূর্ব কুমার ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে লায়ন্স ক্লাবের ক্লক টাওয়ারের উদ্বোধনে  দেব

পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুরের ঘাটালের পাঁশকুড়া বাসস্ট্যান্ডে লায়ন্স ক্লাবের ক্লক টাওয়ারের উদ্বোধন করতে এসে সাংসদ …

Leave a Reply

Your email address will not be published.