পার্থ দাস বৈরাগ্য, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, নদিয়া, তেহট্ট: শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের পরিবেশ দপ্তরের সহযোগিতায় ও তেহট্ট বায়োডাইভারসিটি কমিটির উদ্যোগে নদিয়ার তেহট্টে জনজীব বৈচিত্র নথীকরণ কর্মশালা অনুষ্ঠিত হল। আজ তেহট্ট বিডিও অফিসের মিটিং হলে এই কর্মশালার সূচনা হয়।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেহট্টের বায়োডাইভারসিটি কমিটির সভাপতি সঞ্জয় দত্ত সহ পরিবেশ প্রেমী ব্যক্তি বর্গ। এই অনুষ্ঠানে মূল আলোচনার বিষয় ছিল পরিবেশ থেকে বেশ কিছু ধরনের উদ্ভিদ ,পশু পাখি ও প্রানী হারিয়ে যাওয়ার কারন অনুসন্ধান করা এবং তাদের কিভাবে ফিরিয়ে আনা যায় তার ওপর পর্যালোচনা করা। এখানে উপস্থিত একাধিক ব্যক্তি এই আলোচনায় অংশ নেন। এই অনুষ্ঠানকে ঘিরে মানুষের উপস্থিতি এবং উৎসাহ-উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।