Breaking News
Home >> Breaking News >> তীব্র দাবদাহের পর অবশেষে বর্ষার আগমন স্বস্তিতে বেথুয়াডহরীর মানুষ

তীব্র দাবদাহের পর অবশেষে বর্ষার আগমন স্বস্তিতে বেথুয়াডহরীর মানুষ

নবেন্দু ভট্টাচার্য, স্টিংনিউজ, নাকাশীপাড়া  নদীয়া: বেশ কয়েকদিন ধরেই চলছিল তীব্র দাবদাহের অস্বস্তি ৷ থমকে ছিল মৌসুমী বায়ু ৷ আষাঢ় মাসেই মনে হচ্ছিল বৈশাখমাস কিন্তু সেই অস্বস্তি দূর করে দেখা মিলল বর্ষার ৷ সুখকর পরিবেশ সৃষ্টি হল৷ শান্তি পেল জীবকূল৷ গতকালের রাতেও প্রচন্ড দাবদাহ ছিল | সকাল হতেই দেখা গেল আকাশ অন্ধকার করে কালো মেঘ৷ ভোরবেলা ভেবে পাখির ডাক শুরু হল ৷ ঝমঝমিয়ে নামল বৃষ্টি সঙ্গে মেঘের গরজন ৷ বর্ষা জানাল আমি এসে গেছি ৷ মুহুর্তেই পরিবেশ গেল বদলে৷

loading...

এছাড়াও চেক করুন

প্রেমে প্রত্যাক্ষিত হয়ে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা স্কুল ছাত্রের, চাঞ্চল্য মেখলিগঞ্জে

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ প্রেমে প্রত্যাক্ষিত হয়ে আত্মহত্যার চেষ্টায় বিষ খেয়ে ক্লাস রুমে …

Leave a Reply

Your email address will not be published.