Breaking News
Home >> Breaking News >> হালিশহরে এক ইফতার পার্টির অনুষ্ঠানে দেখা গেল বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়কে

হালিশহরে এক ইফতার পার্টির অনুষ্ঠানে দেখা গেল বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়কে

স্টিং নিউজ সার্ভিস: চারিদিকে যখন ইফতার পার্টির অনুষ্ঠান হচ্ছে, তখন বীজপুরের বিভিন্ন অংশও সেক্ষেত্রে পিছিয়ে নেই। গত কয়েকদিন ধরে এলাকার বিভিন্ন জায়গায় ইফতার পার্টিতে যোগ দিতে দেখা গেছে হালিশহরের পুর প্রধান অংশুমান রায়, ভাটপাড়ার বিধায়ক অর্জুন সিং, ব্যারাকপুরের সাংসদ দীনেশ ত্রিবেদী সহ বীজপুরের প্রায় সব ছোট বড় সব নেতাদের। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে বীজপুরের বিধায়ক শুভ্রাংশু রায়কে কিন্তু দেখা যাচ্ছিলনা কোন ইফতার পার্টিতে যোগ দিতে।

বুধবার হালিশহর ১৬ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামল বিশ্বাসের উদ্যোগে আয়োজিত ইফতার পার্টিতে দেখা গেল স্থানীয় বিধায়ক শুভ্রাংশু রায়কে, সাথে দেখা গেল সেই সমস্ত নেতাদেরকেও যারা এই  বাজারে এখনও বীজপুরে শুভ্রাংশু রায়কে নিজেদের নেতা বলে মেনে চলেন। প্রসঙ্গত এই শ্যামল বিশ্বাস শুভ্রাংশু  অনুরাগী বলেই এলাকায় পরিচিত। যদিও এদিনের ইফতার পার্টিতে এসে শুভ্রাংশু রায় সেই চিরাচরিত ভাষায় জানিয়েছেন তাকে যেখানে সম্মান দিয়ে ডাকা হয়, তিনি নিশ্চয়ই সেখানে যাওয়ার চেষ্টা করেন।

loading...

এছাড়াও চেক করুন

বর্ষার প্রথম বৃষ্টিতে ভাসল কোচবিহার, ঘরে জল ঢুকে ভোগান্তি

মনিরুল হক, কোচবিহারঃ বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বাড়িতে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়েছিলেন কোচবিহার শহরের ১২ নং …

Leave a Reply

Your email address will not be published.