Breaking News
Home >> Breaking News >> অমানবিক মুখ শহর শিলিগুড়ির, দীর্ঘক্ষণ পড়ে রইল মৃতদেহ কেউ তাকিয়েও দেখল না

অমানবিক মুখ শহর শিলিগুড়ির, দীর্ঘক্ষণ পড়ে রইল মৃতদেহ কেউ তাকিয়েও দেখল না

বিশ্বজিৎ সরকার,স্টিংনিউজ করেসপনডেন্ট,দার্জিলিংঃ
ফের একবার অমানবিক মুখ শহর শিলিগুড়ির। এমনই দৃশ্য দেখা গেল শহর শিলিগুড়িতে। মঙ্গলবার রাত থেকে শিলিগুড়ি জংশন স্টেশনে পড়ে রইলো এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ। তবে ২৪ ঘন্টা ধরে পরেছিল ওই মৃতদেহ। তাসত্ত্বেও কারোরই নজর গেল না। সেই মৃতদেহের পাশে ধূপকাঠি জ্বালিয়ে যান অনেকেই কিন্তু একবাবের জন্যও ওই মহিলার দেহ উদ্ধার করে হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেননি কেউই। জানা গেছে ওই মহিলা শিলিগুড়ির জংশন সংলগ্ন একটি হোটেলে বেশ কিছুদিন ধরেই কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তিনি শিলিগুড়ি জংশন স্টেশনে ঘুমিয়ে থাকতেন। সকালে স্থানীয় মানুষজন দেখতে পান তার ওই মহিলা মৃত্যু হয়েছে। এরপর কে বা কারা ওই মৃতদেহের পাশে ধূপকাঠি জ্বালিয়ে দিয়ে যায়। তবে আচার্যের বিষয় যেখান ওই মহিলার মৃতদেহ পড়ে ছিল ঠিক তার থেকে আট থেকে দশ মিটারের মধ্যেই জংশনের কর্মরত আধিকারিকদের বসার ঘর। তবে এত মানুষজন ওই মহিলার পাশ দিয়ে যাতায়াত করলেন অথচ কেউ একবারের জন্য ফিরেও তাকালেন না ওই মহিলার দিকে। অপরদিকে এই ঘটনায় ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। যদিও এই বিষয়ে রেল আধিকারিকরা কোন কিছু বলতে চায়নি। এবং জি আর পি তরীঘরী মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে যায়। তবে মৃত মহিলার নাম পরিচয় কিছুই জানা যায়নি।

loading...

এছাড়াও চেক করুন

বিদেশে কাজে গিয়ে মৃত্যু হল বাংলার দুই যুবকের

স্টিং নিউজ সার্ভিসঃ ভিন রাজ্যে কাজে গিয়ে বাঙালি যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে ইতিপূর্বে। এবার সেই …

Leave a Reply

Your email address will not be published.