Breaking News
Home >> Breaking News >> নদীয়ার বেথুয়াডহরীতে ৮৯ বছরের প্রাচীন বারো টি দেবতার পূজা উপলক্ষে মেলা 

নদীয়ার বেথুয়াডহরীতে ৮৯ বছরের প্রাচীন বারো টি দেবতার পূজা উপলক্ষে মেলা 

 

নবেন্দু ভট্টাচার্য, স্টিংনিউজ, নাকাশীপাড়া: নদীয়ার বেথুয়াডহরীতে সাড়ম্বরে পালিত হচ্ছে খোকন মিস্ত্রীর বাড়ির ৮৯ বছরের প্রাচীন বারো টি দেবতার পূজা উপলক্ষে মেলা ৷ প্রথম এই পূজার প্রচলন করেন কালি দাস মহাশয় ৷ সেই থেকে আজও এই মেলা চলে আসছে৷ মানসিক পূরন হলে মানুষ এখানে পূজা দেয় ৷ বহু মানুষের সমাগম হয় এখানে ৷ সকাল থেকেই বসে নাানাবিধ পসরা দোকান মনোহারী , খাবারের দোকান সারা রাত ধরে চলবে বারো টি দেবতার পূজা ৷ হঠাত্‌ বর্ষা আসায় প্রচন্ড বৃষ্টিকে উপেক্ষা করেও মানুষের ঢল নামে৷

loading...

এছাড়াও চেক করুন

বর্ষার প্রথম বৃষ্টিতে ভাসল কোচবিহার, ঘরে জল ঢুকে ভোগান্তি

মনিরুল হক, কোচবিহারঃ বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুর বাড়িতে বিশ্বকাপ ফুটবল দেখতে গিয়েছিলেন কোচবিহার শহরের ১২ নং …

Leave a Reply

Your email address will not be published.