Breaking News
Home >> Breaking News >> কাটোয়ায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

কাটোয়ায় রবীন্দ্র-নজরুল সন্ধ্যা

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রবীন্দ্র-নজরুল সন্ধ্যা অনুষ্ঠিত হল ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের মঞ্চে।আবৃত্তি,সংগীত ও নৃত্যানুষ্ঠান মধ্য দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও বিদ্রোহী কবি নজরুল ইসলামকে স্মরণ করা হল।

ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক তারকেশ্বর চট্রোপাধ্যায়,ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক দিলীপ চ্যাটার্জ্জী, ঘোড়ানাশ উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবী গৌতম ঘোষাল,জগদানন্দপুর পঞ্চায়েতের সঞ্চালক ভাস্কর চ্যাটার্জ্জী, পঞ্চায়েতের সঞ্চালক ও প্রাক্তন প্রধান ইসমাইল দফাদার বিশিষ্ট সমাজসেবী সুশান্ত বটব্যাল,দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক রাধানাথ ভট্রাচার্য সহ প্রমুখও বিশিষ্টব্যক্তি উপস্থিত ছিলেন।

জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দরিদ্র ও মেধাবী ছাত্র ও ছাত্রীকে সংবধর্না জানানো হল।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রবীর মণ্ডল

loading...

এছাড়াও চেক করুন

কাটোয়ায় প্রথমবার হতে চলেছে আম উৎসব

গৌরনাথ চক্রবর্তী, কাটোয়া: কাটোয়ায় প্রথমবার শুরু হতে চলেছে আম উৎসব। কাটোয়া সাবডিভিশন স্পোর্টস লার্ভাস এ্যাসোসিয়েশনের …

Leave a Reply

Your email address will not be published.