কমল দত্ত, নদিয়া: পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আয়োজিত রানাঘাট বিজ্ঞান কেন্দ্রের ব্যবস্থাপনায় সারা রাজ্যের পাশাপাশি আজ বিশ্ব পরিবেশ দিবসে অনুষ্ঠিত হল।পরিবেশকে বাঁচাতে হলে পরিবেশের জন্য হাঁটুন।এদিন রানাঘাট মহকুমার বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীরা নিজে হাতে বানানো পোস্টার নিয়ে এই পদযাত্রায় অংশগ্রহন করে।
উদ্যোতাদের মূল দাবী ছিল পানীয় জলের সংরক্ষণ, বৃষ্টির জল সংরক্ষণ, বৃক্ষরোপন, সৌরশক্তির ব্যবহার, পলিথিনের ব্যবহার বন্ধ করা, আবর্জনার পরিকল্পিত নিক্ষেপ ও বন্য প্রানী সংরক্ষণ ।
রানাঘাটের চৌরঙ্গী মোড় থেকে শুরু এই পদযাত্রা শেষ হয় চৌরঙ্গী মোড়ে এসে। অন্যদিকে এদিনের পদযাত্রার পাশাপাশি প্লাস্টিক বিরোধী একটি পথনাটক করে ছাত্র ছাত্রীরা।রানাঘাট শহরের রাস্তায় এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন আপমর সাধারন মানুষ।