Breaking News
Home >> Breaking News >> স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা কাটোয়ায়

স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা কাটোয়ায়

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: কাটোয়া ২নংব্লকের জগদানন্দপুর গ্রাম পঞ্চায়েতের সভাকক্ষে স্বাস্থ্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হল।সভায় উপস্থিত ছিলেন পঞ্চায়েতের উপ-প্রধান শেখর শেঠ,পঞ্চায়েতের নির্বাহী সহায়ক রবীনচন্দ্র পাল,বিশিষ্ট সমাজসেবী গৌতম ঘোষাল,পঞ্চায়েতের সহায়ক নাসিরউদ্দিন সেখ সহ স্বাস্থ্যের এ এন এম,আশাকর্মীরা।মাসের চতুর্থ শনিবার স্বাস্থ্য বিষয়ক আলোচনায় সভায় জন্ম-মৃত্যুর হিসাব,সুনিশ্চিত মাতৃত্ব,পরিষেবা কেন্দ্রের পরি কাঠামো -অঙ্গনওয়াড়ী কেন্দ্র ও উপস্বাস্থ্য কেন্দ্র,পরিবার পরিকল্পনা বিষয়ক আলোচনা,০-৩বছরের বয়সের শিশুদের অপুষ্টির কারণ ও দূরীকরণ বিষয়ক আলোচনা,নিরাপদ পানীয় জলের সরবরাহ বিষয়ক আলোচনা ও সার্বিক স্বাস্থ্য বিধান প্রভৃতি বিষয়ক আলোচিত হয়।

loading...

এছাড়াও চেক করুন

কাটোয়ায় প্রথমবার হতে চলেছে আম উৎসব

গৌরনাথ চক্রবর্তী, কাটোয়া: কাটোয়ায় প্রথমবার শুরু হতে চলেছে আম উৎসব। কাটোয়া সাবডিভিশন স্পোর্টস লার্ভাস এ্যাসোসিয়েশনের …

Leave a Reply

Your email address will not be published.