Breaking News
Home >> Breaking News >> মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ১ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক যুবক

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ১ লক্ষ টাকার জাল নোট সহ গ্রেপ্তার এক যুবক

মইনুল ইসলাম, স্টিং নিউজ করেসপন্ডেন্ট, মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের সামসেরগঞ্জ থেকে ১ লক্ষ টাকার জালনোট সহ গ্রেপ্তার এক যুবক। ধৃত যুবকের নাম রসুল সেখ।

পুলিশ সূত্রে খবর, দীর্ঘদিন ধরে জালনোট পাচারের খবর তাদের কাছে আসছিল। এই খবর পেয়ে রবিবার গভীর রাত্রে পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সামসেরগঞ্জের রতনপুর ষ্টেশন মোড়ের কাছে ছক পেতে বসে ছিল। আর সেই সময় মালদা জেলার বৈষ্ণবনগর থানার হটাৎপাড়া এলাকার রসুল সেখ জালনোট গুলি হাত বদল করার উদ্দেশ্যে সেখানে আসতেই সামসেরগঞ্জ থানার পুলিশ তাকে আটক করে।

ধৃত রসুল সেখকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে উদ্ধার হয় ২ হাজার টাকার ১০০টি জালনোট। মোট ১লক্ষ টাকার জালনোট সহ রসুল সেখকে গ্রেপ্তার করে সামসেরগঞ্জ থানার পুলিশ।

তবে পুলিশ রসুল সেখকে জেরা করে জানার চেষ্টা করছে এর সঙ্গে কোন বড় চক্র আছে কি না। জালনোট কারবারির সঙ্গে আর কে বা কারা জড়িত আছে সে ব্যাপারে পুলিশ তদন্ত শুরু করেছে। সোমবার ধৃত রসুল সেখকে আদালতে তোলা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

loading...

এছাড়াও চেক করুন

কাটোয়ায় প্রথমবার হতে চলেছে আম উৎসব

গৌরনাথ চক্রবর্তী, কাটোয়া: কাটোয়ায় প্রথমবার শুরু হতে চলেছে আম উৎসব। কাটোয়া সাবডিভিশন স্পোর্টস লার্ভাস এ্যাসোসিয়েশনের …

Leave a Reply

Your email address will not be published.