Breaking News
Home >> Breaking News >> মাওবাদী অাতুঁড়ঘর বিড়িহান্ডীতে সুষমা মাহাতোর সমর্থনে তৃনমুলের মিছিল

মাওবাদী অাতুঁড়ঘর বিড়িহান্ডীতে সুষমা মাহাতোর সমর্থনে তৃনমুলের মিছিল

কার্ত্তিক গুহ,ঝাড়গ্রাম: একদা মাওবাদী অাতুঁড়ঘর বলে পরিচিত ছিল বিড়িহান্ডী। একটা সময় ছিল সকাল হলেই রাস্তায় লাশ পড়ে থাকা এটা নিত্যদিনের ঘটনা ছিল আর রাত্রি হলেই গ্রামে গ্রামে যৌথবাহিনীর ভারী বুটের আওয়াজ আর মাওবাদীদের নাম করে নিরীহ গ্রামবাসীদের নির্যাতন এটাও ছিল নিত্যদিনের ঘটনা । চারিদিকে এক অশান্ত পরিবেশের সৃষ্টি হয়েছিল । আর মাওবাদীদের আতুঁর ঘর নামে পরিচিত ছিল ঝাড়গ্রাম শহর থেকে মাত্র ১০ কিলোমিটার দুরে অবস্হিত বিড়িহাড়িঁ গ্রাম। সেই গ্রামেই একসময় থাকত থাকত জঙ্গলমহলের ত্রাস মাওবাদী নেতা কিষেনজী। শুধু কিষেনজী নয় এই গ্রামে ডেরা ছিল অনেক মাওবাদী নেতারি । সেই সময় তাদের সঙ্গে পথ চলা বহু মানুষ কে পাওয়া যাবে এখন গ্রামে । মাওবাদীরা জঙ্গলমহল ছেড়ে চলে গেছে ,বহুমাওবাদী আত্মসমর্পন করেছে কেউ কেউ জেল খাটছে বা কেউ কেউ ছাড়া পেয়েছে। সরকার পরিবর্তন হয়েছে নতুন সরকারের উন্নয়নের কর্মযঞ্জে বিড়িহান্ডি গ্রামে উন্নয়নের জোয়ার এসেছে। রাস্তা থেকে বাড়ী কোন কিছুই বাদ পড়েনি । পঞ্চায়েত ভোট সামনে বিড়িহান্ডি সেই মাঠ যেখানে একসময় মাওবাদীরা মিছিল করত ,এখন সেই মাঠে এবং মাওবাদী স্মৃতি স্তম্ভের পাশ দিয়ে মিছিল করছে তৃণমূল কংগ্রেস ল একদা কিষেনজীর সঙ্গে মিছিলে পা মেলানো গ্রামবাসিরা আজ উন্নয়ন যোগ্যে সামিল হয়েছে।
মিছিল করছে সুষমা মাহাতোর সমর্থনে ।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ বৃহস্পতিবার বিকেলেই পরোলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।তাঁর এই মৃত্যুতে …

Leave a Reply

Your email address will not be published.