Breaking News
Home >> Breaking News >> সফল পরিচালকদের তালিকায় নতুন নাম ‘দিগন্ত দে’

সফল পরিচালকদের তালিকায় নতুন নাম ‘দিগন্ত দে’

ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা:- সুদূর উত্তরবঙ্গের প্রত্যন্ত জেলা কোচবিহার,তার একটি ছোট্ট মফস্সল তুফানগঞ্জ এর থেকে ২০১২ সালে কলকাতায় পড়তে আসা বছর ১৮ এর একটি ছেলের কাহিনী।সিনেমা বা তথাকথিত বিশ্ব সিনেমার প্রতি তখন থেকেই উৎসাহ জন্মায় দিগন্ত দে-র,ছবি তৈরির প্রেরনা পান ইরানের বিখ্যাত পরিচালক মাজিদ মাজিদি, জাফর পানাহি দের ছবিগুলি দেখে,মাত্র ১৯ বছর বয়েসেই ‘The Silent Wheel’ নামে নির্বাক একটি ছবি পরিচালনা করেন কোনো তথাকথিত চলচ্চিত্র শিক্ষা ছাড়াই কিন্তু ছবিটি সকলের মন জিতে নেয়, পান দুটি পুরস্কার এবং কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মনোনয়ন সাথে ব্রিটেনের এডিনবরায় ‘আন্তর্জাতিক প্রিমিয়ার’ ।২০১৫ সালে সেই শুরু তারপর বানিয়েছেন ‘খেলনা বাটি'(My Toy World), Monalisa Feelings এবং সম্প্রতি ডকুমেন্টারি ছবি’ Roadside Scientist’।তার বায়োডাটায় এবার আসা যাক, খালনা বাটি ভারতের প্রথম চাকিমেশন চলচ্চিত্র হিসাবে স্বীকৃতি পাবার পর প্রথমবার সকলের নজরে আসেন কিন্তু তার খতিয়ান দেখলে চমকে যেতে হয়,বছর ২৩ এর দিগন্ত সর্বমোট পেয়েছেন ১৬ টি পুরস্কার ৪৮ টি চলচ্চিত্র উৎসবে মনোনয়ন!!যা কিনা একটা রেকর্ড ও বলা যেতে পারে যার মধ্যে আন্তর্জাতিক মনোনয়ন ১০ এর কাছাকাছি।এই সাফল্য শুধু দিগন্তর একার নয়,বাংলা তথা ভারতীয় ছবিরও,কারণ এই ডিজিটাল যুগের হাত ধরে ধীরে ধীরে সংজ্ঞা বদলাচ্ছে ভারতীয় সিনেমা,উঠে আসছে প্রচুর নতুন প্রতিভা যাদের লালন করতে পারলে আখেরে উপকৃত হবে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

ফের মালদায় জালনোটসহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ

বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ করেসপনডেন্ট, মালদাঃ মালদহের কালিয়াচক থেকে আবারও উদ্ধার হল জাল নোট।প্রায় ৫০ …

Leave a Reply

Your email address will not be published.