Breaking News
Home >> Breaking News >> দেওয়াল লেখনের আগেই দেওয়ালে পড়লো ঘুঁটে

দেওয়াল লেখনের আগেই দেওয়ালে পড়লো ঘুঁটে

নিজস্ব প্রতিবেদনঃ পঞ্চায়েত নির্বাচনের কারনে দেওয়াল ঘেরা হয়েছে আগেই।গত সপ্তাহ দেড়েক আগে চুনকামও করা হয়েছে।দলীয় প্রার্থীর নাম লেখা হয়নি এখনো পর্যন্ত।শেষমেষ দেওয়ালতো আর খালি রাখা যায়না বলে কথা। অবশেষে চুনকাম দেওয়ালে পড়লো গোবরের ঘুঁটে।এমনই ছবি ধরা পড়লো কোলাঘাট ব্লকের কুমারহাট গ্রামে। যদিও এই গ্রামে বিরোধী দল বিজেপির একাধিক দেওয়াল লিখন ও পোষ্টার। তৃনমূলের এই চুনকামকরা দেওয়ালে ঘুঁটের লেপন পথচলতি মানুষেরা একটু মুচকি হেঁসে চলেছেন এমন দৃশ্য দেখে।

loading...

এছাড়াও চেক করুন

ফুটবল লীগ শুরু, প্রথম দিনেই উপচে পড়া ভিড় তুফানগঞ্জে

মনিরুল হক, কোচবিহারঃ তুফানগঞ্জ মহকুমা ফুটবল লীগ শুরু হল। সোমবার এই ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন …

Leave a Reply

Your email address will not be published.