Breaking News
Home >> Breaking News >> দার্জিলিঙে শিল্প বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরা : মুখ্যমন্ত্রী

দার্জিলিঙে শিল্প বিনিয়োগে আগ্রহী শিল্পপতিরা : মুখ্যমন্ত্রী

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিং: মঙ্গলবার ও বুধবার দুদিনের শিল্প সম্মেলনে দার্জিলিঙে ১৫০০ কোটি টাকার শিল্প প্রস্তাব এসেছে বলে ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার শিল্প সম্মেলনের সমাপ্তি ভাষণে মুখ্যমন্ত্রী জানান, যে এই প্রথম পাহাড়ে শিল্প সম্মেলন আয়োজন করা হয়। তবে এই প্রথমবার এই শিল্পে সম্মেলনে অনেক শিল্পপতিরা
বিনিয়োগ করার ইচ্ছা প্রকাশ করেছেন। এর পাশাপাশি পাহাড়ে অশান্তির কথা তুলে ধরে বলেন যে আমরা শান্তি চাই তাছাড়া আর কিছু চাই না। আপনারা শান্তি দিন আশা করছি বিনিয়োগ আরও বাড়বে। সকলে এগিয়ে এসে একসঙ্গে কাজ করতে হবে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বলেন যে পাহাড়ে অশান্তি চলাকালীন গুরুঙ্গকে ধরতে সিকিমে অভিযান ঘিরে রাজ্য ও সিকিমের মধ্যে সংঘাত বেঁধেছিল। এর ফলে শিলিগুড়িতে সিকিমগামী বহু গাড়িতে ভাঙচুরের ঘটনাও ঘটে। সিকিমে গুরুংকে আশ্রয় দেওয়ার অভিযোগও তুলেছিলেন অনেকেই। এর জন্য দুই রাজ্যের মধ্যে তিক্ততা চরমে ওঠে। সেই তিক্ততা ভুলে এবার সিকিমের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার কথাও ঘোষণা করেন। এবং পাহাড়বাসীর উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন কাজের খোঁজে বাইরে যাবেন না। এখানেই হোটেল, কটেজ তৈরি করুন। CII-কে সঙ্গে নিয়ে স্থানীয়দের স্কিল ট্রেনিং দেওয়া হবে। এখানেই বিনিয়োগ করুন। এর ফলে পাবেন প্রশিক্ষিত স্থানীয় কর্মী। বাংলার বাণিজ্য মানচিত্রে একটা জায়গা করে নেবে দার্জিলিং। এর পাশাপাশি তিনি আরও বলেন যে আগামী মে মাসে ফের কালিম্পং আসব। বিভিন্ন বোর্ডগুলির সঙ্গে বৈঠক করবো। প্রসঙ্গত দুদিনের শিল্প সম্মেলনে শিল্পপতিরা দার্জিলিঙে বিনিয়োগে আগ্রহী প্রকাশ করাতে খুশি রাজ্যের মুখ্যমন্ত্রী।

loading...

এছাড়াও চেক করুন

হালিশহর বানিমন্দির এলাকায় বোমাতঙ্ক

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার গভীর রাতে হালিশহর বানিমন্দির সংলগ্ন ওয়ার্ড অফিসের সামনে কিছু দুষ্কৃতী বোমা …

Leave a Reply

Your email address will not be published.