Breaking News
Home >> Breaking News >> জমি বিবাদের জেরে হাজিনগরে খুন

জমি বিবাদের জেরে হাজিনগরে খুন

সৌভিক সরকার: ১২ই মার্চ বিকেলে উত্তর ২৪ পরগণার হাজিনগরের বাসিন্দা বিজয় সিং তার ছেলেকে নিয়ে মাধ্যমিক পরীক্ষার শেষে বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন। তিনি যখন হাজিনগর ফাঁড়ির কাছে পৌঁছন, তখন ধনঞ্জয় সিং নামে এক ব্যাক্তি বিজয়ের উপর লোহার রড নিয়ে চড়াও হয়। এবং এলোপাথাড়ি ভাবে লোহার রড দিয়ে বিজয়কে মারতে থাকে ধনঞ্জয়। ঘটনার পরে বিজয় সিংকে কল্যাণী জওহরলাল হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু আঘাতের ফলে ওনার চোট গুরুতর থাকায়, ১৩ তারিখ ভোরে বিজয় সিং মারা যান।

বিজয়ের বাড়ির লোকের বক্তব্য বোধ হয় বিজয় সিং এর সাথে ধনঞ্জয় এর কিছু বাড়ি বা জমি সংক্রান্ত বিবাদ ছিল। সেই কারণে হয়তো ধনঞ্জয় এই ভাবে বিজয়ের উপর চড়াও হয়েছিল।

মৃত বিজয় সিং এর স্ত্রী সুশীলা দেবী, স্বামীর মৃত্যুর পর হাজিনগর পুলিশ ফাঁড়িতে ধনঞ্জয় সিংয়ের নামে অভিযোগ দায়ের করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও অভিযুক্ত ধনঞ্জয় সিং পলাতক।

দেখুন সেই ঘটনার সিসিটিভি ফুটেজ

loading...

এছাড়াও চেক করুন

হালিশহর বানিমন্দির এলাকায় বোমাতঙ্ক

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার গভীর রাতে হালিশহর বানিমন্দির সংলগ্ন ওয়ার্ড অফিসের সামনে কিছু দুষ্কৃতী বোমা …

Leave a Reply

Your email address will not be published.