Breaking News
Home >> Breaking News >> হাওড়ায় ডঃ শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধিকরণ করলো বিজেপি

হাওড়ায় ডঃ শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধিকরণ করলো বিজেপি

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়ালেনিন মূর্তি ভেঙে পরিবর্তনের প্রথম সকাল দেখেছিল ত্রিপুরা। সেই ঢেউ ভাইরাল হয়ে ছড়িয়ে পরে গোটা দেশে। বাদ পড়েনি এই শহরেও। খাস কলকাতার কেওড়াতলা এলাকায় ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মুর্তি ভাঙার চেস্টা করে ও তাতে কালো রঙ লেপে দেয় যাদবপুরের বাম ছাত্ররা।

শুরু হয়ে যায় বিজেপির বিক্ষোভ। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে দুধ ও কলসি ভরে জল এনে শুদ্ধিকরণ চেস্টা করা হয়। যদিও তা সফল হয়নি। তার ২৪ ঘন্টা পর শুক্রবার হাওড়া মন্দিরতলায় দুধ ও গঙ্গা জল দিয়ে ডঃ শ্যামাপ্রসাদের মূর্তি শুদ্ধি করলো বিজেপি।

বৃহস্পতিবার বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ নির্দেশ দিয়েছিলেন শুক্রবার গোটা রাজ্যে যেখানে শ্যামাপ্রসাদের মূর্তি আছে সেখানেই শুদ্ধিকরণ কর্মসূচি করা হবে। সেইমত এদিন নবান্নের কাছেই শিবপুর মন্দিরতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি দুধ ও গঙ্গা জলের সাহায্যে শুদ্ধি করা হয়।

loading...

এছাড়াও চেক করুন

বিধাননগরের পাথুরিয়াতে অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির ও দুঃস্থদের বস্ত্র বিতরন

বিশ্বজিৎ সরকার, স্টিংনিউজ করেসপনডেন্ট, দার্জিলিংঃ শিলিগুড়ির মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগর ২ নং গ্রাম পঞ্চায়েতের পাথুরিয়া …

Leave a Reply

Your email address will not be published.