Breaking News
Home >> Breaking News >> হাওড়ায় পথ দূর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

হাওড়ায় পথ দূর্ঘটনায় মৃত্যু এক ব্যক্তির

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: সাতসকালে ভারী গাড়ির চাকায় পৃষ্ঠ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে হাওড়া গ্রামীণ আমতা-জয়পুর রাজ্য সড়কের উপর ধাঁইপুর পেট্রোল পাম্পের সামনে। মৃত ব্যক্তির পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৫০।

সোমবার ভোর থেকেই কুয়াশার চাদরে মুড়ে গিয়েছিল এলাকা। সেই সময় সাইকেলে চেপে কাজের উদ্দেশ্যে যাচ্ছিল ওই ব্যক্তি। সিয়াগড়ি ব্রিজ পার করে আমতা অভিমুখে যাবার সময় পিছন দিক থেকে ধাক্কা মারে ঘাতক গাড়িটি। শরীর ও মাথার উপর দিয়ে চলে যায় চাকা। থেঁতলে যায় মাথা। বেশ কিছুদূর অবধি চাকার গায়ে লেগে থাকা রক্তের ছাপ রয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর ৫টা থেকে ৬টার মধ্যে ঘটে থাকতে পারে ঘটনাটি। ঘন কুয়াশার কারণে রাস্তা বোঝা যাচ্ছিল না। গাড়ি চলছিল হেডলাইট জ্বেলে। তখনি কোনোভাবে দুর্ঘটনা ঘটে থাকতে পারে। মৃত ব্যক্তির পড়নে ছিল জামা ও লুঙ্গি। পাশে পড়েছিল সাইকেল। যা দেখে মনে হয়েছে আশপাশের গ্রামের কেউ হতে পারে। জয়পুর থানার পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গেছে।

loading...

এছাড়াও চেক করুন

হালিশহর বানিমন্দির এলাকায় বোমাতঙ্ক

স্টিং নিউজ সার্ভিস: শুক্রবার গভীর রাতে হালিশহর বানিমন্দির সংলগ্ন ওয়ার্ড অফিসের সামনে কিছু দুষ্কৃতী বোমা …

Leave a Reply

Your email address will not be published.