Breaking News
Home >> Breaking News >> সরকারি প্রতিষ্ঠানের থেকে বেসরকারি প্রতিষ্ঠান অনেক ভালো: সুব্রত মুখোপাধ্যায়

সরকারি প্রতিষ্ঠানের থেকে বেসরকারি প্রতিষ্ঠান অনেক ভালো: সুব্রত মুখোপাধ্যায়

সৈকত গাঙ্গুলী,ব্যারাকপুর: সরকারি প্রতিষ্ঠানের থেকে বেসরকারি প্রতিষ্ঠান অনেক ভালো বললেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়।

সোদপুর গুরুনানক ডেন্টাল কলেজের বার্ষিক অনুষ্ঠানে এসে এমনই মন্তব্য করলেন সুব্রত মুখোপাধ্যায়। তিনি বলেন গুরুনানক ইনস্টিটিউশন মতো সংস্থা আরও এগিয়ে এলে সমাজে শিক্ষার মান আরও উন্নত হবে। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্যসচেতক নির্মল ঘোষ , পানিহাটি পৌরপ্রধান স্বপন ঘোষ সহ গুরুনানক এর আধিকারিকরা।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ বৃহস্পতিবার বিকেলেই পরোলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।তাঁর এই মৃত্যুতে …

Leave a Reply

Your email address will not be published.