Breaking News
Home >> Breaking News >> পুলিশ লকআপে শিক্ষকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দিনহাটায়

পুলিশ লকআপে শিক্ষকের রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য দিনহাটায়

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ পুলিশ লকআপে এক শিক্ষকের রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল দিনহাটায়। জানা গিয়েছে, মৃত শিক্ষকের নাম সৌম্যদ্বীপ চক্রবর্তী(২৮)। তিনি টিয়াদহ গোরখার পাড় পঞ্চম পরিকল্পনা প্রাথমিক স্কুলের শিক্ষক ছিলেন। তাঁর বাড়ি দিনহাটার নিগমনগর এলাকায়। তিনি দিনহাটা শহরের বোর্ডিং পাড়ায় ভাড়া থাকতেন। গতকাল রাতে দিনহাটার গোধূলি বাজার এলাকা থেকে ওই শিক্ষককে পুলিশ আটক করে। তিনি মদ্যপ অবস্থায় ছিলেন বলে পুলিশের অভিযোগ। এরপর তাকে থানায় নিয়ে যাওয়া হয়। আজ ভোর বেলা তাকে লকআপে অচৈতন্য অবস্থায় শুয়ে থাকতে দেখা যায় বলে পুলিশের দাবি। এরপর তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করে বলে জানা গিয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পরে। দিনহাটা হাসপাতালে এই বিষয়ে খোঁজখবর নিতে আসেন বিধায়ক উদয়ন গুহ। এছাড়া তৃণমূল শিক্ষক সমিতির প্রাথমিক নিবিড় মণ্ডলের পক্ষ থেকেও এই বিষয়ে খোঁজ নেওয়া হয়। ওই শিক্ষকের মৃতদেহ ময়নাতদন্ত করা হবে বলে জানা গিয়েছে। পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি দিনহাটা নিবিড় মণ্ডল সার্কেলের সভাপতি ধর্মেন্দ্র সিংহ বলেন, “প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সৌম্যদ্বীপ চক্রবর্তীকে গতকাল রাতে গোধূলি বাজার এলাকা থেকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের কথা অনুযায়ী ওই শিক্ষক মদ্যপ অবস্থায় ছিল। সেই কারণে তাকে দিনহাটা থানায় নিয়ে আসা হয়। সকাল বেলা তাকে অচৈতন্য অবস্থায় দেখতে পায়। এরপর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। বিষয়টি এখনও তদন্ত সাপেক্ষ। মৃতদেহের ময়না তদন্ত হবে। সেই রিপোর্টে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। সেখানে মৃত্যুর পিছনে কেউ বা কারা জড়িত থাকেন বলে প্রশাসন মনে করে তাহলে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নিবে বলে আমি আশা করি।” অবশ্য পুলিশের তরফ থেকে এই বিষয়ে কোন মন্তব্য করা হয়নি।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ বৃহস্পতিবার বিকেলেই পরোলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।তাঁর এই মৃত্যুতে …

Leave a Reply

Your email address will not be published.