Breaking News
Home >> Breaking News >> সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতায় এনবিএসটিসি-র ড্রাইভার কন্ডাক্টরদের ট্রেনিং

সেফ ড্রাইভ সেভ লাইফ সচেতনতায় এনবিএসটিসি-র ড্রাইভার কন্ডাক্টরদের ট্রেনিং

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহারঃ সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর অধীনে সচেতনতা শিবির ও ট্রেনিং অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার কোচবিহার শাখায়। মঙ্গলবার কোচবিহার শাখায় ১৫ জন ড্রাইভার ও ১৫ জন কন্ডাক্টরকে ট্রেনিং দেওয়া হয়। পাশাপাশি গাড়ি চালানোর ক্ষেত্রে কি কি বিষয় মেনে চলতে হবে সেই বিষয়ে তাদের সচেতন করা হয়। জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১৬ সালের সেপ্টেম্বর মাস থেকে একটি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচীর অধীনে ড্রাইভার, কন্ডাক্টর সহ মেকানিকদের ট্রেনিং দেওয়ার কাজ শুরু হয়। প্রতি তিন মাস অন্তর অন্তর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরবহন সংস্থার প্রতি শাখা ও ডিপোতে এই ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। আজকে কোচবিহার শাখায় এই ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হল। সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচীর অঙ্গ হিসেবে এদিন এই ট্রেনিং ও সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়।
উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ পরিবহণ সংস্থার চেয়ারম্যান মিহির গোস্বামী বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১৬ সালের আগস্ট মাস থেকে একটি সংস্থার সঙ্গে চুক্তির মাধ্যমে সেফ ড্রাইভ সেভ লাইভ কর্মসূচীর অধীনে ড্রাইভার, কন্ডাক্টর সহ মেকানিকদের ট্রেনিং দেওয়ার উদ্যোগ নেই। এরপর সেপ্টেম্বর মাস থেকে এই কর্মসূচি শুরু হয়। প্রতি তিন মাস অন্তর অন্তর উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরবহন সংস্থার প্রতি শাখা ও ডিপোতে এই ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হয়ে আসছে। আজকে কোচবিহার শাখায় এই ট্রেনিং কর্মসূচি অনুষ্ঠিত হল। আজকে এখানে ১৫ জন ড্রাইভার ও ১৫ জন কন্ডাক্টরকে ট্রেনিং দেওয়া হয়। সমস্ত গাড়ির চালকদের উদ্দেশ্যে বলছি যে, গাড়ি চালানোর ক্ষেত্রে সম্পূর্ণ সতর্ক হয়ে গাড়ি চালাতে হবে। মানুষের জীবন নিয়ে খেলা চলবে না। উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ পরিবহণের পক্ষ থেকে সার্কুলারও রয়েছে কি কি নিয়ম চালকদের মেনে চলতে হবে। আমরা আবার নতুন করে সার্কুলার দিয়েছি। কর্তব্যরত অবস্থায় কোন চালক যদি মোবাইল ব্যবহার করে, তার সচিত্র চিত্র যদি আমাদের কাছে ধরা পরে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

ফের মালদায় জালনোটসহ এক যুবককে গ্রেফতার করল বৈষ্ণব নগর থানার পুলিশ

বিশ্বজিৎ মন্ডল, স্টিং নিউজ করেসপনডেন্ট, মালদাঃ মালদহের কালিয়াচক থেকে আবারও উদ্ধার হল জাল নোট।প্রায় ৫০ …

Leave a Reply

Your email address will not be published.