Breaking News
Home >> Breaking News >> পুলিশ ফুটবল ম্যাচে চিকিৎসার অব্যবস্থার ছবি

পুলিশ ফুটবল ম্যাচে চিকিৎসার অব্যবস্থার ছবি

কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া:পুলিশের ম্যাচেও চিকিৎসার অব্যবস্থার ছবি। এ দিন হাওড়া জগাছা নয়াবাজ ফুটবল মাঠে চলছিল কমিশনার্স কাপ ফুটবল প্রতিযোগিতায়। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলাকালীন এক ফুটবলার গুরুতর আহত হয়। দীর্ঘ সময় মাঠের ধারে পড়ে থাকে বলে অভিযোগ। পরে পুলিশের অ্যাম্বুলেন্স আসলে হাসপাতালে নিয়ে যাওয় হয়।

জানা গেছে, এ দিন জগাছা থানা এলাকার কমিশনার্স কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ ছিল। অরবিন্দনগর মিলন সমিতি খেলতে নেমেছিল শক্তিনগর আমরা কয়জন স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে। জগাছা মর্নিং স্টার ক্লাবের মাঠে খেলা চলাকালীন বিপক্ষের খেলোয়াড়ের ট্যাকেলে গুরুতর আহত হন মৃন্ময় পাঁজা (২০)। এরপর মৃন্ময়ের চিকিৎসার জন্য ছোটাছুটি শুরু করে দেয় অরবিন্দনগর মিলন সমিতির অন্য সদস্যরা। যদিও সেই সময় প্রাথমিক চিকিৎসার জন্য কিছু পাওয়া যায়নি। যন্ত্রণায় অচৈতন্য হয়ে পড়ে। অভিযোগ প্রায় আধঘণ্টা মাঠের ধারে পড়ে থাকার পর পুলিশের অয়াম্বুলেন্স এসে হাওড়া হাসপাতালে নিয়ে যায়। হাসপাতাল সুত্রে খবর মৃন্ময়ের অবস্থা এখন স্থিতিশীল।

তবে প্রশ্ন উঠছে পুলিশের ম্যাচে আহত হলেন এক খেলোয়াড় অথচ পুলিশের কেউ এগিয়ে আসল না ! এমনকি প্রাথমিক চিকিৎসার কোন ব্যবস্থা ছিল না বলেও প্রশ্ন তুলেছে অরবিন্দনগর মিলন সমিতির সদস্যরা।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ বৃহস্পতিবার বিকেলেই পরোলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।তাঁর এই মৃত্যুতে …

Leave a Reply

Your email address will not be published.