Breaking News
Home >> Breaking News >> “উদার আকাশ”-এর প্রকশনের গ্রন্থ প্রকাশ ও সেমিনার দাগ কাটল

“উদার আকাশ”-এর প্রকশনের গ্রন্থ প্রকাশ ও সেমিনার দাগ কাটল

ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতাঃ- বইমেলা বাঙালিদের কাছে চিরকালের আবেগ। প্রতিবছরের মত এই বছরও অনুষ্ঠিত হয় গেলো ৪২-তম কলকাতা বই মেলা।প্রকাশ ঘটলো প্রচুর বই এবং লেখকদের সাথে বই প্রেমীদের কথোপকথন। এদের মধ্যেই নজর কারল উদার আকাশ নামক প্রকাশক।এই বছর তারা প্রেস কর্ণারে ৬টি গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান হয়ে গেল। লেখক সামশুল আলম-এর লেখা “জবালা পুত্র” (উপন্যাস) এবং “মাটির সিতান মাটির পৈথান” (গল্পগ্রন্থ)। মো: আবেদ আলি’র লেখা “অন্য গাঁয়ের আখ্যান” (গল্পগ্রন্থ)। লেখক গীতা সরকার প্রামাণিক-এর লেখা “নীহারিকার সংগ্রাম” (উপন্যাস)। লেখক মইনুল হাসান-এর লেখা “ইসলামী আইন : বিবাহ তালাক উত্তরাধিকার” (প্রবন্ধ)। অধ্যাপিকা ড. আমিনা খাতুন-এর সম্পাদনা “প্রবন্ধ সংগ্রহ : ভাবনার নানা দিক” (প্রবন্ধ)। এছাড়াও ফারুক আহমেদ সম্পাদিত “উদার আকাশ” পত্রিকার বইমেলা বিশেষ সংখ্যা প্রকাশ পেলো যেখানে ভারত ও বাংলাদেশের লেখকরাই কলম ধরেছেন এই সংখ্যায়। উদ্বোধন করলেন, বাংলা সাহিত্যে প্রখ্যাত সাহিত্যিক ড. হুমায়ুন কবীর, বাংলা সাহিত্যের বিশিষ্ট লেখিকা সঙ্গীতা ব্যানার্জি, বাংলাদেশের ক্ষাতিমান সাহিত্যিক সৈয়দ মাজহারুল পারভেজ, প্রক্তন আইপিএস মহ: নিজাম শামীম। এছাড়াও সাহিত্য ও সঙ্গীত জগতের বিশিষ্টগুণীজনের অনেকেই উপস্থিত ছিলেন। বিশেষ করে নূপুর কাজী, মধুশ্রী হাতিয়াল প্রমুখ।এছাড়াও ভারত-বাংলাদেশ মৈত্রীর বার্তা নিয়ে এক সেমিনারেরও আয়োজন করা হয়েছিল যেখানে বিষয় ছিলো “বাংলা ভাষা ও সংস্কৃতি উন্নয়নে আমাদের দায়িত্ব ও কর্তব্য”।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ বৃহস্পতিবার বিকেলেই পরোলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।তাঁর এই মৃত্যুতে …

Leave a Reply

Your email address will not be published.