Breaking News
Home >> Breaking News >> চিত্রাঙ্কন আর্ট একাডেমির বার্ষিক অনুষ্ঠান

চিত্রাঙ্কন আর্ট একাডেমির বার্ষিক অনুষ্ঠান

দক্ষিণ দিনাজপুরঃ রবিবার গঙ্গারামপুর রবীন্দ্রভবন প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হোলো ” চিত্রাঙ্কন আর্ট একাডেমি” র বার্ষিক পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক উৎসব।

স্বাগত ভাষন প্রদান করেন সংস্থার সভাপতি তথা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রলয় মিত্র।

উপস্থিত ছিলেন দঃ দিনাজপুর জেলার আরক্ষাধ্যক্ষ প্রসূন বন্দ্যোপাধ্যায়, মহকুমাশাসক ( গঙ্গারামপুর/ বুনিয়াদপুর) দেবাঞ্জন রায়, বিডিও গঙ্গারামপুর বিশ্বজিৎ ঢ্যাং, বুনিয়াদপুর পুরসভার পুরপতি অখিল বর্মণ, জেলা পরিষদের সদস্য কালিপদ সরকার, কবিতা রায়, মার্চেন্ট এসোসিয়েশন -এর সভাপতি কমলেশ ফৌজদার, মহকুমা ক্রীড়া সংস্থার সম্পাদক বিভূতিভূষন চক্রবর্তী সহ বিশিষ্টজন।

ছোট ছোট শিল্পীদের নাচ, গান, আবৃত্তি, কলকাকলিতে অনুষ্ঠান মুখরিত হয়ে ওঠে।

সংস্থার কর্ণধার জয়িতা মিত্রের একক নৃত্য মুগ্ধ করে দর্শকবৃন্দকে।

” সুর তাল লয় ” সংস্থা ও অন্যান্য সংস্থার নৃত্যপ্রদর্শণ মুগ্ধতার রেশ আনে।

বিশিষ্ট শিল্পী সুদীপ মন্ডল রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন।

বিশিষ্ট লোকশিল্পী অরিন্দম সিংহ রাণা পরিবেশিত লোকগান দর্শকশ্রোতাদের মাতিয়ে রাখে।

সঞ্চালনায় ছিলেন ইন্দ্রাণী সেন। উপস্থিত দর্শক, মঞ্চে উপবিষ্ট বিশিষ্ট ব্যাক্তি বর্গ সহ কচিকাঁচাদের অনুষ্ঠান ছিল লক্ষনীয়।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে বিজেপি কর্মীদের শ্রদ্ধার্ঘ্য

নিজস্ব সংবাদদাতা, কোলাঘাটঃ বৃহস্পতিবার বিকেলেই পরোলোকগমন করেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী।তাঁর এই মৃত্যুতে …

Leave a Reply

Your email address will not be published.