Breaking News
Home >> Breaking News >> নীল ছবি দেখাতে রেকর্ড করল ভারতীয় মহিলারা

নীল ছবি দেখাতে রেকর্ড করল ভারতীয় মহিলারা

স্টিং নিউজ সার্ভিস: অনেকে ভাবেন বিদেশে ব্লু ফ্লিম বেশি দেখে, অনেকে ভাবেন ছেলেরা ব্লু ফ্লিম বেশি দেখে। ভারতে বর্তমানে যুবক থেকে বৃদ্ধ সকলে ব্লু ফ্লিম দেখেন তার প্রমান মিলেছে।

সম্প্রতি ভারতীয়দের নিয়ে অনেক তথ্য পরিসংখ্যান উঠে এসেছে পর্ন হাবের ইয়ার ইন রিভিউতে।

প্রথমত: ভারত এই নীলছবি দেখার ক্ষেত্রে বেশ খানিকটা উপরে উঠে এসেছে আগের পরিসংখ্যান থেকে। গোটা বিশ্বের মধ্যে তিন নম্বরে রয়েছে ভারত। আমেরিকা আর লন্ডনের পরই ভারত।

ভারতীয়দের নীলছবি দেখার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে আছে মহিলারা। মহিলা দর্শকের সংখ্যা সবথেকে বেশি বেড়েছে এদেশে। এই বছর বেড়েছে দর্শক সংখ্যা এক বছরে ১২৯ শতাংশ বেড়ে মহিলা দর্শকের সংখ্যা, যা বিশ্বের সব দেশের তুলনায় বেশি। ভারত। আর সব থেকে বেশি সার্চ করা পর্নস্টার হল সানি লিওন।

২০১৬-তে দেখা গিয়েছিল ৭০ শতাংশ পর্ন দেখে স্মার্টফোনে। আর ২৮ শতাংশ দেখে ডেস্কটপে। বাকি ২ শতাংশ ট্যাবে। কিন্তু ২০১৭-তে দেখা গিয়েছে, ভারতীয়দের স্মার্টফোনে পর্ন দেখার প্রবণতা বেড়েছে ৮৬ শতাংশ।

loading...

এছাড়াও চেক করুন

কৃষ্ণনগর-২ ব্লকে ভিআরপি কর্মীদের দ্বারা চলছে ডেঙ্গু মুক্ত অভিযান

স্টিং নিউজ সার্ভিস:  রাজ্য সরকারের নির্দেশ মেনে ডেঙ্গু অর্থাৎ পতঙ্গ বাহিত রোগ প্রতিরোধ করতে তৎপর …

Leave a Reply

Your email address will not be published.