Breaking News
Home >> Breaking News >> পূর্ব মেদিনীপুরে জন্ম নিল এক অদ্ভুত বাছুর

পূর্ব মেদিনীপুরে জন্ম নিল এক অদ্ভুত বাছুর


প্রসূন বন্দ্যোপাধ্যায়, পূর্ব মেদিনীপুর: অদ্ভুদ দর্শন বাছুর দেখতে ভিড় জমালো বহু মানুষ।পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের মেষাড়া গ্রামে নমিতা চক্রবর্তীর বাড়িতে বুধবার রাতে একটি বাছুর জন্মায়।তবে বাছুরটি জন্মলাভের পরই চোখ ছানাবড়ার মতো উপক্রম।দেখাযায় বাছুরের শরীরের অংশ স্বাভাবিক হলেও বাছুরের রয়েছে দুটি মাথা।নমিতা দেবী জানান বাছুরটি বেশ কয়েকঘন্টা বেঁচে থাকলেও তারপর মারা যায় সদ্য জন্মানো বাছুরটি।তবে এই অদ্ভুত দর্শন বাছুরটি দেখবার জন্য বৃহস্পতিবার সকাল থেকে ভিড় জমায় স্থানীয় মানুষজন।

loading...

এছাড়াও চেক করুন

কৃষ্ণনগরে বাংলা সিনেমার ‘ফিদা’র নায়ক-নায়িকা যশ ও সঞ্জনাকে দেখতে উপচে পড়লো ভিড়

অর্ণব মজুমদার, স্টিং নিউজ করেসপনডেন্ট, কৃষ্ণনগর, নদিয়া: বুধবার নদিয়ার কৃষ্ণনগর বিগ বাজার এসভিএফ  সিনেমা হলে বাংলা …

Leave a Reply

Your email address will not be published.