Breaking News
Home >> Breaking News >> ২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ছবি চেতনা

২৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে স্বল্প দৈর্ঘ্যের ছবি চেতনা

ঋদ্ধি ভট্টাচার্য,কলকাতা : আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে নির্দেশক পার্থপ্রতিম সাহার অধুনা নির্মিত স্বল্প দৈর্ঘ্যের ছবি “চেতনা” ৷ এক সাংবাদিক সম্মেলন করে এই ছবির নির্দেশক পার্থপ্রতিম সাহা জানান ” ৭ মিনিটের এই ছবিতে বিভিন্ন কুশীলবের ভূমিকায় দেখা যাবে নবাগত শর্মিষ্ঠা নাগ , ঝুম চক্রবর্তী , দেবাশিস সেন , প্রদীপ দত্ত-র মতো অনেকেই ৷”আজকাল রাস্তায় বেরলেই দেখা যায় পিঠে মস্ত বই এর বোঝা নিয়ে স্কুলে চলেছে ছাত্র ছাত্রীরা ৷
বইয়ের বোঝার সাথে সাথে তারা তাদের অভিভাবিকাদের মস্ত বড় হওয়ার আসাটাও বয়ে বেড়ায় ৷
বয়ে বেড়ায় অন্যকে টেক্কা দেওয়া আর ভাল ফল করার আশাও।কিন্তু বাস্তবে সেটা না হলেই অনেক সময় সেটা অন্য রুপে রুপান্তরিত হয়। কখনো বা অতি বেশি পরিমানে আশা পূর্ণ করতে না পারলে সেটা আবার হয় ওঠে আত্মহত্যার কারণ। ঠিক এমনি এক বিষয়ের ওপর ভর করে আগামী ২৮ ডিসেম্বর মুক্তি পেতে চলেছে পার্থ প্রতিম সাহার স্বল্প দৈর্ঘ্যের ছবি চেতনা।মূলতঃ ছেলে ভালই ফল করে কিন্তু ছেলের প্রিয় বন্ধু সায়ণ এর থেকে তার ফল ভাল হয় না ৷
আর বাড়িতে তার সাথে তার বন্ধুর একটি গভীর যোগ এর জন্য তাকে দোষ দেয় এবং সম্পর্ক শেষ করতে বলা হয়।
পরে তার মা যখন সব বুঝতে পারে তখন তাদেরকে এক সাথেই থাকতে বলে।মূলতঃ এমনি একটি বিষয় নিয়েই আগামী ২৮শে ডিসেম্বর মুক্তি পাবে ছবিটি।

loading...

এছাড়াও চেক করুন

ধুবুলিয়া থানায় বিস্কুট খেয়ে পুলিশ ভ্যানে খুদেরা চললো স্কুলে

শুভায়ুর রহমান, ধুবুলিয়া, নদিয়া: সকাল ১০ টা নাগাদ থানার ভিতর কচিকাঁচাদের কোলাহলে মুখরিত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published.