Breaking News
Home >> Breaking News >> ​​ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনে নির্দল কাউন্সিলরকে শহরে আনল সিআইডি 

​​ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান খুনে নির্দল কাউন্সিলরকে শহরে আনল সিআইডি কল্যাণ অধিকারী, স্টিং নিউজ করেসপনডেন্ট, হাওড়া: ভদ্রেশ্বর পুরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়কে রাস্তার মাঝে গুলি করে খুন করবার ঘটনায় নির্দল কাউন্সিলর রাজু সাউ সহ দুজনকে গ্রেফতার করে হাওড়ায় আনল সিআইডি। গত ২১ নভেম্বর রাতে পৌরসভার কাজ সেরে বাড়ি ফিরবার পথে জিটি রোডের পাশে ভারত সংঘ ক্লাবের কাছে অপরিচিত দুষ্কৃতিদের গুলিতে মৃত্যু হয় ভদ্রেশ্বর পৌরসভার চেয়ারম্যান মনোজ উপাধ্যায়। ওই ঘটনায় যুক্ত থাকার অপরাধে প্রথম নাম উঠে আসে ওই পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর রাজু সাউয়ের। শুরু হয় পুলিশি অভিযান। পরে সিআইডি ঘটনার তদন্তে নামে। ধরা পড়ে ৭ জন বাকিদের খোঁজে বিভিন্ন রাজ্যে তল্লাশি জারি থাকে। শেষমেশ রবিবার সাফল্য পায় সি আই ডি। উত্তরপ্রদেশের ফরিজাবাদ থেকে রবিবার গ্রেফতার করা হয় রাজু সাউ সহ বাবান ‌যাদব ও প্রভু চৌধুরী নামে আরও ২ জনকে। তাদের ২দিনের ‌ট্রানজিট রিমান্ড পায় সিআইডি। আজ রাজধানী এক্সপ্রেসে হাওড়া স্টেশনে নিয়ে আসা হয়। ওখানে অপেক্ষা করছিল সিআইডি’র আরও একটি টিম। হাওড়া স্টেশন থেকে সরাসরি নিয়ে যাওয়া হয় ভবানী ভবন। জানা গেছে কাল চন্দননগর আদালতে তোলা হবে।

loading...

এছাড়াও চেক করুন

ফুটবল লীগ শুরু, প্রথম দিনেই উপচে পড়া ভিড় তুফানগঞ্জে

মনিরুল হক, কোচবিহারঃ তুফানগঞ্জ মহকুমা ফুটবল লীগ শুরু হল। সোমবার এই ফুটবল প্রতিযোগিতার সূচনা করেন …

Leave a Reply

Your email address will not be published.