Breaking News
Home >> Breaking News >> ওয়েস্ট বেঙ্গল গভঃ এমপ্লয়িজ ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন কোচবিহারে

ওয়েস্ট বেঙ্গল গভঃ এমপ্লয়িজ ইউনিয়ন এর দ্বি-বার্ষিক সম্মেলন কোচবিহারে

মনিরুল হক, স্টিং নিউজ করেসপনডেন্ট, কোচবিহার: ওয়েস্ট বেঙ্গল গভঃ এমপ্লয়িজ ইউনিয়ন(নবপর্যায়) এর দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হল। রবিবার কোচবিহারে সংগঠনের জেলা কার্যালয়ে এই সম্মেলন হয়। সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের অনেক নেতাকর্মীরা। ২ বছর পর পর সংগঠনের পক্ষ থেকে জেলা ও রাজ্য সম্মেলন করা হয়। রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্নরকম দাবিদাবা ও সমস্যা নিয়ে এই সম্মেলনে আলোচনা করা হয়। সংগঠনের এক সদস্য জানান, দুই বছর বাদে বাদে আমরা জেলা ও রাজ্য সম্মেলন করে থাকি। আমরা নিজেরা নিজেদের মূল্যায়ন করি। আমরা রাজ্য সরকারি কর্মচারী আন্দোলনে কর্মচারীদের জন্য আমরা মন্ত্রী,আমলা বা প্রশাসনিক ক্ষেত্রে কী লড়াই বা আন্দোলন করলাম তার চুলচেরা বিশ্লেষণ করি। দীর্ঘ বাম আমলেও আমরা আন্দোলন করেছি। তবে ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর দেখতে পেলাম আমাদের কর্মীদের উপর নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা ক্রমেই বেড়ে চলেছে। এই দিক থেকে বর্তমান সরকার বিগত বাম সরকারকেও ছাপিয়ে গিয়েছে।

loading...

এছাড়াও চেক করুন

ধুবুলিয়া থানায় বিস্কুট খেয়ে পুলিশ ভ্যানে খুদেরা চললো স্কুলে

শুভায়ুর রহমান, ধুবুলিয়া, নদিয়া: সকাল ১০ টা নাগাদ থানার ভিতর কচিকাঁচাদের কোলাহলে মুখরিত হয়ে উঠল …

Leave a Reply

Your email address will not be published.