Breaking News
Home >> Breaking News >> কয়েন গিলে ফেলে বিপত্তি কাটোয়ার ক্ষুদে স্কুল পড়ুয়ার

কয়েন গিলে ফেলে বিপত্তি কাটোয়ার ক্ষুদে স্কুল পড়ুয়ার

গৌরনাথ চক্রবর্ত্তী, কাটোয়া: কাটোয়ার শ্রীখন্ড মুসলিম অঃ প্রাথমিক বিদ্যালয়ের নয় বছরের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মোস্তাক সেখ । বিদ্যালয়ের সকলের আদরের হাবল গত বৃহস্পতি বার স্কুলে আসার সময় তার মায়ের কাছ থেকে ২ টাকার একটি কয়েন নিয়ে স্কুলে চলে আসে এবং সবার অজ্ঞাতে কয়েন টি গিলে ফেলে । বুকে প্রচন্ড যন্ত্রণা হচ্ছে এবং সে কয়েন গিলে ফেলেছে এটা জানা মাত্র ছাত্রদরদী শিক্ষক বিবেকানন্দ সাহা ও শিক্ষক হীরক বিশ্বাস দুজনে মিলে ওকে নিয়ে পৌছে যান শ্রীখন্ড গ্রামীন হাসপাতালে । সেখানে ডাঃ বাবু রেফার করেন কাটোয়া মহকুমা হাসপাতালে ।

এদিকে প্রধান শিক্ষিকা সেলিনা বেগম খবর পাঠান বাড়িতে । বাড়ির একজন অভিভাবক ও আমরা দুই জন শিক্ষক মোস্তাক কে নিয়ে প্রথমে কাটোয়া শহরের একটি এক্সরে ক্লিনিকে এনে এক্সরে করিয়ে শ্বাস নালিতে কয়েনটির অবস্থান লক্ষ্য করে মহকুমা হাসপাতালে নাক কান গলা বিশেষজ্ঞ ডাঃ বাবুকে দেখালে উনি শিশু বিশেষজ্ঞ দেখাতে বলেন, শিশু বিশেষজ্ঞ ডাঃ বাবু দেখে বলেন শল্য চিকিৎসক কে দেখাতে, হাসপাতালে ওটি তেই দেখলেন বিশেষজ্ঞ ডাঃ আর্চায্য বাবু । তিনি বর্ধমান জেলা হাসপাতালে ভর্তি করার পরামর্শ দিলেন । এই ব্যাপারে বিশেষ সহযোগিতা করেন কাটোয়ার শ্রদ্ধেয় রঞ্জিত বাবু। মোস্তাক কে নিয়ে শ্রীখন্ড গ্রামে এসেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে গাড়ি ভাড়া করে রওনা দেওয়া হয় বর্ধমান । হাসপাতালে ভর্তি করানো হয় মোস্তাক কে । শুক্রবার সকালে আবার এক্সরে হয় ছাত্রের ,কয়েন ততক্ষণে মোস্তাকের পেটে ।হাসপাতাল থেকে ছুটি পেয়ে বাড়ি আসে মোস্তাক। কলা নানা রকম খাবার পেট পুরে খেতে থাকে সে । শনিবার সকালে পায়খানার সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিশু মোস্তাকের পেট থেকে বেড়িয়ে আসে 2 টাকার কয়েন টি। স্বস্তির নিঃশ্বাস ফেলে শ্রীখন্ড মুসলিম প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী এলাকাবাসী শিশুর পরিবার সবাই । এখন সম্পূর্ণ সুস্থ মোস্তাক সেখ।

loading...

এছাড়াও চেক করুন

পশ্চিম মেদিনীপুরে জোড়া গোসাপ উদ্ধার

পশ্চিম মেদিনীপুর: ২ টি পূর্ণবয়স্ক বিশালায়তনের জোড়া গোসাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল বেলদা স্টেশন এলাকায়।পাচারের …

Leave a Reply

Your email address will not be published.