Breaking News
Home >> Breaking News >> পরিবারের আপত্তি থাকায় প্রেমিক প্রেমিকা সহ প্রেমিকার বান্ধবীর আত্মহননের পথ অবলম্বন

পরিবারের আপত্তি থাকায় প্রেমিক প্রেমিকা সহ প্রেমিকার বান্ধবীর আত্মহননের পথ অবলম্বন

 
সুকান্ত বাগদি,স্টিং নিউজ করেসপন্ডেন্ট, পশ্চিম বর্ধমান: ঘটনাটি আসানসোল পুরসভার অন্তর্গত ৯৯নং ওয়ার্ড তথা মিঠানী এলাকার আলুঠিয়া গ্রামের ৷ বৃহস্পতিবার সকালে আলুঠিয়া গ্রামের বাসিন্দা ঊষা বাউরি(১৮)তার বান্ধবী প্রিয়াঙ্কা বাউরি কে নিয়ে  পুরুলিয়া জেলার ভামুড়িয়াতে অবস্থান কারী প্রেমিক বিনয় বাউরির সাথে সাক্ষাতে যায়৷ ঘটনা সুত্রে তাদের আজ পালিয়ে বিয়ে করারও কথা ছিল ৷কিন্তু বাড়ির লোক তাদের সম্পর্ককে মেনে না নেওয়ায় বিনয় ও ঊষা বিষ খেয়ে আত্মঘাতি হওয়ার জন্যে বিষ পান করে অচৈতন্য হয়ে গেলে ঘটনাস্থলে উপস্থিত থাকা প্রেমিকার বান্ধবী প্রিয়াঙ্কাও বাকি বেচে থাকা বিষ পান করে৷ ভামুড়িয়া জঙ্গল এলাকা থেকে তাদের উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে আনলে প্রিয়াঙ্কা কে মৃত বলে ঘোষনা করা হয় ৷তবে বর্তমানে প্রেমিক বিনয় ও প্রেমিকা ঊষা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে হাসপাতালের বিছানায় ৷পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

আমাদের  STING NEWZ  ইউটিউব চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুন এই লিঙ্কেঃ https://www.youtube.com/c/StingNewz7  আর প্রতি মুহূর্তে পেতে থাকুন ভিডিও খবরের তাজা আপডেট। 

এছাড়াও চেক করুন

স্বাধীনতা দিবসে মাতোয়ারা পলশুন্ডার মানুষ

শুভায়ুর রহমান, পলাশীপাড়া: তখন মাইকে চলছে দেশাত্মবোধক গান।মঞ্চে চলছে জাতীয় পতাকা নিয়ে খুদেদের নাচ।সামনে কয়েক …

Leave a Reply

Your email address will not be published.