Breaking News
Home >> Breaking News >> ১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফিফথ ইণ্ডিয়া ডিফ এক্সপো ২০১৭

১১ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ফিফথ ইণ্ডিয়া ডিফ এক্সপো ২০১৭


ঋদ্ধি ভট্টাচার্য, কলকাতা :- ডিফ লিডারস ফাউণ্ডেশন-এর উদ্যোগে ও ওয়েস্ট বেঙ্গল এ্যাসোসিয়েশন অব ডিফ-এর পরিচালনায় আগামী ১১ ডিসেম্বর থেকে সল্টলেকের ইস্টার্ণ জোনাল কালচার সেন্টার-এ শুরু হতে চলেছে বধিরদের চারদিনের এক সম্মেলন ৷
ফিফথ ইণ্ডিয়া ডিফ এক্সপো ২০১৭ শীর্ষক এই অনুষ্ঠানের বিষয়ে আজ সাংবাদিকদের জানাতে গিয়ে আয়োজক সংস্থার সম্পাদক নূরেইন আকবর শাব্বর জানান ” ১১ ডিসেম্বর থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে ১৪ ডিসেম্বর পর্যন্ত ৷ চারদিন ব্যাপী এই আন্তর্জাতিক স্তরের সম্মেলনে থাকবে বধিরদের তৈরী চলচ্চিত্র , বিষয় ভিত্তিক আলোচনা শিবির , ফ্যাশন শো , প্রদর্শনী সহ নানান বিষয় ৷ এই সম্মেলনে এসে বধিররা তাঁদের ভেতরের প্রতিভা মেলে ধরবেন ৷” সম্মেলনের প্রাক্কালে কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বধির শুভ্রজ্যোতি সুর , শীলা ভর , সুমন ভর , দেবমাল্য দাস প্রমুখ ৷ উপস্থিত ছিলেন অলকানন্দা যোশী ও প্রবীর দে সরকার-এর মতো ব্যক্তিত্বও ৷ অলকানন্দা জানান ” দুর্ভাগ্যজনক হলেও এটাই বাস্তব সমাজ বধিরদের এখনো সেভাবে স্বীকৃতি দেয়না ৷ বঞ্চনা আর অবহেলাই করে গেল ৷ কিন্তু বধিরসমাজ অনুকম্পা সহানুভূতির বদলে যোগ্য সম্মান চায় ৷ আর এই যোগ্য সম্মান প্রাপ্তির চাহিদাকে সামনে রাখেই আগামী ১১ ডিসেম্বর থেকে কলকাতায় শুরু হতে যাচ্ছে ফিফথ ইণ্ডিয়া ডিফ এক্সপো ২০১৭৷”

loading...

এছাড়াও চেক করুন

বেসরকারি ব্যাংকের নাম করে লোন দেওয়ার নামে প্রতারণার শিকার হালিশহরের টোটো চালক

সৈকত গাঙ্গুলী, ব্যারাকপুর: জেঠিয়া পূর্ব পাড়ার বাসিন্দা রাজু বসু পেশায় টোটো চালক। তার টোটোতে মাস দুয়েক …

Leave a Reply

Your email address will not be published.